ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুটবলের সূচি নিয়ে ঘোর আপত্তি, বর্জনের হুমকি মালদ্বীপের

প্রকাশিত: ০৯:০১, ১ ডিসেম্বর ২০১৯

ফুটবলের সূচি নিয়ে ঘোর আপত্তি, বর্জনের হুমকি মালদ্বীপের

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ এসএ গেমস ফুটবলে একের পর এক ধুম্রজালের সৃষ্টি হচ্ছেই। প্রথমে ভারতকে গিয়ে, এবার মালদ্বীপকে নিয়ে। ভারত খেলবে, নাকি খেলবে না, এ নিয়ে সংশয় ছিল। পরে তার অবসান হয় তাদের নাম প্রত্যাহারের মধ্য দিয়ে। ভারত না খেলায় দল কমে গিয়ে দাঁড়ায় ৫টিতে। ফলে সিঙ্গেল লিগভিত্তিক পদ্ধতি অনুসরণ করে নেপাল। সেখানে চারদিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।কাল ভুটান এবং পরশু মালদ্বীপের বিপক্ষে ম্যাচ জামাল ভুঁইয়াদের। এরপর একদিন বিরতি আছে তাদের। কিন্তু মালদ্বীপকে টানা তিনদিনই ম্যাচ খেলতে হবে। দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে কাল প্রথম ম্যাচে মালদ্বীপ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৭২ ঘন্টায় তিনটি ম্যাচ খেলা, সূচি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মালদ্বীপ কোচ পিটার সেগার্ট। সূচি না বদলালে গেমসে ফুটবল না খেলার হুমকি দিয়েছেন তিনি। আজ দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭২ ঘন্টার মধ্যে তিনটি ম্যাচ খেলা ফুটবলের মৌলিক নীতির বিরোধী। এটা হতে পারে না। টানা তিনদিন ম্যাচ খেলবে আমার ছেলেদের ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে। আমি ফুটবলারদের ইনজুরির ঝুঁকিতে ফেলে দিতে পারি না। আমরা অল নেপাল ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতির কাছে চিঠি লিখব। যেন সূচি পরিবর্তন করা হয়। যদি সূচি পরিবর্তন না করা হয়, তাহলে আমরা গেমসের ফুটবলে খেলব না।
×