ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৯৯৯-এর সাফল্য প্রেরণা জোগাচ্ছে জামাল-জীবনদের

প্রকাশিত: ০৬:৩১, ১ ডিসেম্বর ২০১৯

১৯৯৯-এর সাফল্য প্রেরণা জোগাচ্ছে জামাল-জীবনদের

রুমেল খান, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ সাফল্য এমন একটা ব্যাপার, যার জন্য অনেক সাধনা করতে হয়। সেই সঙ্গে দরকার হয় ভাগ্যের পরশও। এসএ গেমসের ফুটবলে ১২ বারের মধ্যে এমনটা বাংলাদেশ ফুটবল দলের ক্ষেত্রে এমনটা ঘটেছে মাত্র দুই বার! দ্বিতীয় ও সর্বশেষ এই সাফল্য লাল-সবুজরা পেয়েছিল নিজেদের মাটিতে, ২০১০ সালে। প্রথমবার, ১৯৯৯ সালে, এই নেপালের মাটিতে। তার মানে নেপালেই প্রথমবার কপাল খুলেছিল আলফাজ-জুয়েলদের। ২০ বছর পর আবারও সেই পয়মন্ত ভেন্যুতে সোনা জয়ের সুনীল স্বপ্ন দেখছে জামাল ভুঁইয়ারা। সেই লক্ষ্যে আজ তাদের দিতে হবে প্রথম পরীক্ষা। পরীক্ষার নাম ভুটান। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে ম্যাচটি। এ পর্যন্ত এসএ গেমস ফুটবলে ভুটানের সঙ্গে কখনই হারেনি বাংলাদেশ। ৪ ম্যাচের ৩টিতেই জিতেছে, ড্র করেছে ১টিতে। এখন দেখার বিষয়, ১৯৯৯ সালে আলফাজরা নেপালের মাটিতে যে স্বর্ণসাফল্য পেয়েছিলেন, ২০ বছর পর সেই নেপালের মাটিতেই আরেকটি বিজয়গাঁথা রচনা করতে পারেন কি না জামাল ভুঁইয়ারা।
×