ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে চুক্তি জানতে তথ্য অধিকার আইনে চিঠি দেবে বিএনপি

প্রকাশিত: ১৩:০২, ১ ডিসেম্বর ২০১৯

ভারতের সঙ্গে চুক্তি  জানতে তথ্য  অধিকার আইনে  চিঠি দেবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ ভারতের সঙ্গে চুক্তি বিষয়ে জানতে তথ্য অধিকার আইনে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে বিএনপি। চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে জানতে চেয়ে সাড়া না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।আগামী দু’এক দিনের মধ্যেই বিএনপির একটি টিম পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ার পারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে করা চুক্তির বিষয় জনগণের কাছে খোলাসা করার জন্য বিএনপি’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয়া হয়েছিল। সাত দিনের বেশি অপেক্ষা করেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বা প্রধানমন্ত্রীর কাছ থেকে কোন সারা পাওয়া যায়নি। এ জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্য মূল্যের উর্ধগতি, রোহিঙ্গা সঙ্কটসহ সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্য মূল্যের উর্ধগতি, রোহিঙ্গা সঙ্কটসহ সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
×