ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় যুব ও বিশ্ব এইডস্ দিবস উদযাপন গার্ল গাইডসের

প্রকাশিত: ১২:৫৯, ১ ডিসেম্বর ২০১৯

 জাতীয় যুব ও বিশ্ব  এইডস্ দিবস  উদযাপন গার্ল গাইডসের

‘জাতীয় যুবদিবস ও বিশ^ এইডস্ দিবস’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস্ এ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার রাজধানীর বেইলী রোডের গাইড হাউসের অডিটরিয়ামে সকাল ১০টায় যুব দিবসের আলোচনা, এইডস্ বিষয়ক সচেতনতা সেশন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী জেবুন্নেছা বেগম, জাতীয় কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এ্যাসোসিয়েশন ও অতিরিক্ত সচিব (লিয়েন) গব: লীড, ব্রিটিশ কাউন্সিল। বিশেষ অতিথি ছিলেন ডাঃ বিশ্বজিৎ ভৌমিক, কনসালটেন্ট, ডায়াবেটোলজি এ্যান্ড সেন্টার ডিরেক্টর, ন্যাশনাল হেল্থ কেয়ার নেটওয়ার্ক। এছাড়া অতিথি হিসেবে ছিলেন রাজ কুমার কৌশিক, ডিরেক্টর, ভারত স্কউটস এ্যান্ড গাইডস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার প্রশাসন, প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম)। স্বাগত বক্তব্য দেন মুনিরা ফেরদৌস হাবিবা এবং সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন রীতা জেসমিন, রেঞ্জার কমিশনার। এইডস বিষয়ে সচেতনতা সেশন প্রদান করেন ডাঃ নুসরাত সুলতানা, সহযোগী অধ্যাপক, ভাইরোলোজি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিক্যাল কলেজ। প্রাক্তন রেঞ্জার ও বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী নাজমুন নাহার ১৩৫টি দেশ ভ্রমণ করে বাংলাদেশের পতাকাকে পরিচয় করিয়ে দেয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন। গাইড, রেঞ্জার, গাইডার, কমিশনার ও গাইড সদস্যসহ দুইশতাধিক অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×