ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রী পার্টির সম্মেলন

আরশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক, সদস্য সচিব শহীদুল্লাহ

প্রকাশিত: ১২:৫৭, ১ ডিসেম্বর ২০১৯

 আরশ প্রস্তুতি কমিটির  আহ্বায়ক, সদস্য সচিব শহীদুল্লাহ

গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরাফত আলী হিরা এক বিবৃতিতে ইতোপূর্বে প্রেসিডিয়ামের অধিকাংশ সদস্যের সম্মতিতে অব্যাহতিপ্রাপ্ত পূর্বের সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন আহূত সভাকে গঠনতন্ত্র ও সংগঠন বিরোধী বলে অভিহিত করেছেন। বিবৃতিতে বলা হয়, এ সভায় সভাপতি ও সভাপতিমন্ডলীর অধিকাংশ সদস্য অনুপস্থিত ছিলেন। এতে আরও বলা হয়, ইতোপূর্বে কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় জাতীয় সম্মেলনের জন্য যে প্রস্তুতি কমিটি গঠন করা হয়, তাকে পাশ কাটিয়ে গঠনতন্ত্রবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে মাহমুদুর রহমান বাবুকে আহ্বায়ক ও শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে যে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা দেয়া হয় তা অবৈধ। সুতরাং পার্টির জাতীয় সম্মেলনের জন্য ইতোপূর্বে কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় ব্যারিস্টার মোঃ আরশ আলীকে আহ্বায়ক ও মোঃ শহিদুল্লাহ সিকদারকে সদস্য সচিব করে যে কমিটি গঠন করা হয় তার মাধ্যমে ডিসেম্বরে গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলন সম্পন্ন করা জরুরী। কেননা গণতন্ত্রী পার্টি ১৪ দলভুক্ত একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ সংগঠন। যার ঐক্য অটুট রেখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা জরুরী। আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৭১’র ৩০ লাখ শহীদের স্বপ্ন পূরণে বাংলাদেশ যখন অনেক দূর এগিয়ে গেছে তখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি নানাভাবে নতুন নতুন সঙ্কট তৈরি করছে। শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলকে আরও শক্তিশালী করা প্রয়োজন, কোন বিভাজন কাম্য নয়।
×