ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টন টেস্টে চাপে ইংল্যান্ড

প্রকাশিত: ১১:৫৮, ১ ডিসেম্বর ২০১৯

হ্যামিল্টন টেস্টে চাপে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ টম লাথামের (১০৫) সেঞ্চুরির পরও এক পর্যায়ে ১৯১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের। এরপরও স্বাগতিকদের স্কোর চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে গেছেন প্রথম টেস্টে জয়ের নায়ক বিজে ওয়াটলিং। ৫৫ রানের দারুণ এক ধৈর্যশীল ইনিংস খেলেছেন এই উইকেরটক্ষক ব্যাটসম্যান। সঙ্গে অভিষিক্ত ড্যারিল মিচেলের ৭৩ রানে ভর করে হ্যামিল্টন টেস্টে অলআউট হওয়ার আগে ৩৭৫ রান সংগ্রহ করেছে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড। জবাবে শনিবার দ্বিতীয়দিন শেষে ৩৯ রান তুলতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে সফরকারী ইংল্যান্ড। ওপেনার জো বার্নস ২৪ ও অধিনায়ক জো রুট ৬ রান নিয়ে ক্রিজে আছেন। শনিবার হ্যামিল্টনের সেডন পার্কে ৩ উইকেটে ১৭৩ রান নিয়ে দিন শুরু করে দ্রুত আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে হারায় নিউজিল্যান্ড। প্রথমদিন সেঞ্চুরি তুলে নেয়া টম লাথামকে বোল্ড করে ফেরান পেসার স্টুয়ার্ট ব্রড। হেনরি নিকোলসকে বেশিদূর যেতে দেননি স্যাম কুরান। আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা ওয়াটলিং ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েন তরুণ ড্যারিল মিচেলকে নিয়ে। দুইজনের ১২৪ রানের জুটিতে তিন শ’ ছাড়ায় নিউজিল্যান্ডের সংগ্রহ। ওয়াটলিংকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙ্গেন ব্রড। পরে ফেরান ৮ চার ও এক ছক্কায় ১৫৯ বলে ৭৩ রান করা মিচেলকে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট অবদানে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করে ৩৭৫ রান। এরপর শেষ বেলায় ইংলিশদের দুটি উইকেট তুলে নিয়ে হ্যামিল্টন টেস্টে এগিয়ে আছে স্বাগতিকরাই। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৩৭৫/১০ (১২৯.১ ওভার; লাথাম ১০৫, উইলিয়ামসন ৪, টেইলর ৫৩ নিকোলস ১৬, ওয়াটলিং ৫৫, মিচেল ৭৩, স্যান্টনার ২৩, সাউদি ১৮, হেনরি ৫*, ওয়েগনার ০; ব্রড ৪/৭৩, আর্চার ১/৭৫, ওকস ৩/৮৩, কুরান ২/৬৩)। ইংল্যান্ড প্রথম ইনিংস- ৩৯/২ (১৮ ওভার; বার্নস ২৪*, সিবলি ৪, ডেনলি ৪, রুট ৬*; সাউদি ১/২৪, হেনরি ১/১০)। ** দ্বিতীয়দিন শেষে
×