ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাত হাজারে স্মিথের রেকর্ড

প্রকাশিত: ১১:৫৬, ১ ডিসেম্বর ২০১৯

 সাত হাজারে স্মিথের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেডে ডে-নাইট টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে সব আলো কেড়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। একইদিন আরও এক কীর্তি গড়েছেন স্টিভেন স্মিথ। ব্যক্তিগত ৩৬ রানে আউট হওয়ার আগে গড়েছেন টেস্টে দ্রুত ৭০০০ রানের নতুন রেকর্ড। তিনি ভেঙ্গে দিয়েছেন ৭৩ বছরের পুরাতন রেকর্ড। ১৯৪৬ সালে ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড ১৩১ ইনিংসে টেস্টে ৭০০০ রানের ক্লাবে পৌঁছেছিলেন। ৩০ বছর বয়সী স্মিথ সেই মাইলফলকে পৌঁছতে নিলেন ১২৬ ইনিংস। তালিকায় স্টিভ স্মিথ, ওয়ালি হ্যামন্ডের পর রয়েছেন ভারতের বীরেন্দ্র শেবাগ। তিনি নিয়েছিলেন ১৩৪ ইনিংস। শচীন টেন্ডুলকরের ১৩৬ ইনিংস। স্মিথ একইসঙ্গে টপকে গেছেন স্যার ডন ব্র্যাডম্যানের টেস্টে ৬৯৯৬ রানকেও। তবে কিংবদন্তি ব্যাডম্যানকে তারজন্য খেলতে হয়েছিল মাত্র ৫২ টেস্ট এবং ৮০ ইনিংস। স্মিথের সেখানে লাগল ৭০ টেস্ট এবং ১২৬ ইনিংস। ইংল্যান্ডে এ্যাশেজের সময় থেকেই স্মিথ ফর্মের তুঙ্গে রয়েছেন। সিরিজে সাত ইনিংসে ৭৭৪ রান করেছিলেন। যারপর ক্রিকেট মহলে অনেকেই তাকে ব্র্যাডম্যানের পরে টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা হিসেবে চিহ্নিত করে আসছেন। ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরির দিনে অনেকটা নীরবেই দ্রুত ৭ হাজারের রেকর্ড গড়লেন স্টিভেন স্মিথ।
×