ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আল-আমিনের রেকর্ডে ভাগ বসালেন মিথুন

প্রকাশিত: ১১:৫৫, ১ ডিসেম্বর ২০১৯

 আল-আমিনের রেকর্ডে ভাগ বসালেন মিথুন

স্পোর্টস রিপোর্টার ॥ অবিশ্বাস্য এক রেকর্ডই গড়েছিলেন বাংলাদেশের ডানহাতি পেসার আল-আমিন হোসেন। ২০১৩ সালের ডিসেম্বরে বিজয় দিবস টি২০ প্রতিযোগিতায় ১ ওভারে ৫টি উইকেট নিয়েছিলেন তিনি। আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি বিসিবি একাদশের হয়ে ওভারের প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। ৬ বছর পর সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতীয় পেসার অভিমন্যু মিথুন। টি২০ ইতিহাসে আল-আমিনের পর দ্বিতীয় বোলার হিসেবে তিনি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সুরাটে হওয়া সেমিফাইনালে কর্নাটকের হয়ে এক ওভারে তুলে নেন ৫ উইকেট। তিনি হরিয়ানা ইনিংসের শেষ ওভারের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে উইকেট তুলে নিয়ে ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে শেষ করেন। তবে কর্নাটক প্রিমিয়ার লীগে তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে কয়েকদিন আগেই। এরপরই বল হাতে জ্বলে উঠলেন ৩০ বছর বয়সী ব্যাঙ্গালুরুর এ ডানহাতি পেসার।
×