ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফির খেলার আগ্রহ এখনও প্রবল

প্রকাশিত: ১১:৫৪, ১ ডিসেম্বর ২০১৯

 মাশরাফির খেলার আগ্রহ এখনও প্রবল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের পর আর কোন আন্তর্জাতিক খেলায় অংশ নেননি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যায় দল। কিন্তু ইনজুরির জন্য মাশরাফি যাননি। তাতে আর খেলাও হয়নি। ৫ জুলাই সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। সেই থেকে ৫ মাস খেলার বাইরে থাকার পর আবার খেলায় ফিরবেন। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) দিয়েই ফিরবেন মাশরাফি। ঢাকা প্লাটুনের হয়ে রাজশাহী রয়্যালসের বিরুদ্ধে ১২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি দিয়েই আবার ক্রিকেটে ফিরতে পারেন মাশরাফি। আর এই ফেরার আগে নিজেকে পুরোদমে ফিট করে তুলছেন ‘নড়াইল এক্সপ্রেস’। এখনও তার খেলার আগ্রহ ভরপুর। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি। তিনি এখন রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বকাপের আগে সময় দিলেও বিশ্বকাপের পর পুরোদমে সময় দেন। তাতে ফিটনেস নিয়ে এত গুরুত্ব দেয়ার সময়ই পাননি। কিন্তু এর মাঝেও নিজেকে ফিট রাখার চেষ্টা করেছেন। খেলায় ফেরার জন্য যে তার তুমুল আগ্রহ কখনই কমেনি। বিপিএলে শুরুতে দল পাননি। কিন্তু শেষ মুহূর্তে ঢাকা দলে ভেড়ায় মাশরাফিকে। তিনি দলে থাকলে যে দল চাঙ্গা হয়ে যায়। অন্যরকম এক আবহ তৈরি হয়। মাশরাফি এখন বিপিএলকে সামনে রেখে ফিটনেস ট্রেনিং করছেন। বোলিংটাও পুরোদমে করে চলেছেন। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে বোলিং করেন। ৪ ওভার বোলিং করেন। তা দেখে ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বিসিবির নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন একই সুরে বলেন, মাশরাফির খেলার আগ্রহ মরে যায়নি। বিশ্বকাপ থেকেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরির সঙ্গে লড়াই করা এবং নিজেকে ফিট রাখার চেষ্টা করা মাশরাফিকে নিয়ে সালাউদ্দিন বলেন, ‘পুরোটা খেলবে বলেই তো মাশরাফিকে নেয়া হয়েছে। আমার কাছে মনে হয় সে পুরোটা খেলবে এবং ভালভাবে খেলবে। ভাল পারফর্মেন্সও করবে। হয়তো যেহেতু আজকে (শনিবার) প্রথম বল করল, রিদমে হয়তো একটু সমস্যা হবে। কয়েকদিন বল করলেই ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় এডভান্টেজ যেটা আছে অভিজ্ঞতা, এটা তো ফেলতে পারবেন না। যখন তারা খেলবে শতভাগ দিয়েই খেলবে।’ সঙ্গে যোগ করেন, ‘আমার চেয়ে মাশরাফি বেশি মোটিভেটেড। সে আজকে (শনিবার) থেকে অনুশীলন শুরু করেনি, অনেকদিন ধরেই পার্সোনালি ফিট হওয়ার জন্য অনেক কিছু করতেছিল। কেউ হয়তো দেখেনি। শরীরের ওজন অনেক কমিয়েছে। আমার মনে হয় সে আমার চেয়ে কিংবা আমার টিমের চেয়ে ভাল করার জন্য বেশি মোটিভেটেড।’ মাশরাফি নিজেকে ফিট রাখছেন। ১০ কেজি ওজনও নাকি কমিয়েছেন। হাবিবুল বাশার বলেন, ‘মাশরাফি কিন্তু অনেকদিন ধরেই অনুশীলন করছে; কেউ জানে না। ব্যস্ততার ফাঁকে চুপি চুপি করে যাচ্ছে। মাশরাফির বোলিংয়ে অভিজ্ঞতা বলেন, সামর্থ্য বলেন এটা তো কখনও কমেনি, কমবেও না। ওর ফিটনেসটা একটা ইস্যু। ফিটনেস নিয়ে কাজ করছে। আমি কয়েকদিন আগে দেখলাম ওজনটাও কমিয়ে ফেলেছে। খুব সিরিয়াস মনে হয়েছে। আমি নিশ্চিত যে এই বিপিএলটা মাশরাফি খুব ভাল খেলবে। কারণ ওর খেলার আগ্রহটা এখনও মরে যায়নি।’ সঙ্গে হাবিবুল আরও জানান, ‘অনেকেই অনেক কথা বলে। আমি মনে করি সে এখনও ক্রিকেট খেলতে চায় এবং যখন খেলে সেরাটাই খেলতে চায়। এটাই হলো মাশরাফির সঙ্গে বাকিদের পার্থক্য। ওকে যে দল নিয়েছে তারা লাভবান হবে। বিপিএল ও ভালই খেলবে। যেটা আমাদের জন্য খুব ভাল খবর। বিপিএলের পরপরই হয়তো আমাদের আন্তর্জাতিক সিরিজগুলো শুরু হয়ে যাবে তখন সুস্থ ও তৈরি মাশরাফিকে আমরা পাব।’ বিপিএলে মাশরাফি দলে থাকা মানেই দল উজ্জীবিত হয়ে যাওয়া। ছয় আসরের মধ্যে চারবারই মাশরাফির দল চ্যাম্পিয়ন হয়েছে। নেতৃত্বে শুধু দেশের হয়েই নয়, ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সফল মাশরাফি। এবার এমনও হতে পারে শেষ বিপিএল খেলতে পারেন মাশরাফি। কারণ আগামী বছর ওয়ানডে খেলা হবে দুটি সিরিজে। এর মধ্যে দেশের মাটিতে একটি সিরিজ রয়েছে। সেই সিরিজটি খেলে অবসর নেয়ার সম্ভাবনা আছে। যদি তাই হয়। তাহলে খেলা থেকে অনেক দুরেই থাকবেন মাশরাফি। দূরে থাকলে এবার বিপিএল খেলতে পারছেন। আগামী মৌসুমে কি আর খেলা সম্ভব? সেই প্রশ্ন থাকছে। তবে এবার যেহেতু মাশরাফি খেলছেন। তার দিকেই বিশেষ নজর থাকবে। মাশরাফির খেলার আগ্রহ এখনও ভরপুর। মাঠের পারফর্মেন্স এখন কেমন হয় সেটাই দেখার বিষয়।
×