ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে আয়কর দিবস পালিত

প্রকাশিত: ১১:৪১, ১ ডিসেম্বর ২০১৯

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে আয়কর দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ উৎসবমুখর পরিবেশে বগুড়ায় শনিবার জাতীয় আয়কর দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক অফিসের সামনে করদাতাসহ বিভিন্ন শ্রেণী-পেশা ও সর্বস্তরের মানুষ সমবেত হয়। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ও কর অঞ্চল বগুড়ার কর কমিশনার স্বপন কুমার রায় বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা করেন। এরপর বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক ও কর কমিশনার ছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, যুগ্ম কর কমিশনার মাসুম বিল্লাহ, উপকর কমিশনার হাবিবুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক ও বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন প্রমুখ। কর কমিশনার বলেন, গত বছরের চেয়ে এ বছর বগুড়া আয়কর মেলায় গত বছরের চেয়ে প্রায় ৬ কোটি টাকা বেশি আদায় হয়েছে। আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন ৩০ নবেম্বর সরকারী ছুটি থাকায় আজ ১ ডিসেম্বর রিটার্ন জমা নেয়া হবে। আশা করা হচ্ছে এই সময়ে আরও বেশি আয়কর জমা পড়বে। উপকর কমিশনার আতাহার আলী বলেন অন্যান্য অঞ্চলের চেয়ে বগুড়ার মানুষের রিটার্ন দাখিলের হার বেশি। বগুড়া কর অঞ্চলে গত অর্থ বছরে যে টার্গেট দেয়া হয়েছিল তার চেয়ে বেশি কর আদায় হয়েছে। বগুড়ার মানুষ আয়কর সচেতন ও আয়করবান্ধব। বললেন বগুড়া আয়কর অঞ্চলে তার অফিসে কোন আয়করদাতা যেন রিটার্ন জমা দিতে কোন ধরনের হয়রানির শিকার না হন সে জন্য সার্বক্ষণিক মনিটরিং করেন। তার কক্ষে করদাতাগণের অবাধ প্রবেশাধিকার রেখেছেন।
×