ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৯২ ভাগ বাড়িতে বিদ্যুত দিয়েছে সরকার ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ১০:৩৮, ১ ডিসেম্বর ২০১৯

 ৯২ ভাগ বাড়িতে  বিদ্যুত দিয়েছে সরকার ॥ পরিকল্পনামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৩০ নবেম্বর ॥ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে অনেক কিছু হচ্ছে। সরকারের ১১ বছরে দেশের সব জায়গায় উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭৩ বছরে দাঁড়িয়েছে। মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জ্যৈষ্ঠ নাগরিকদের জন্য নির্মিত প্রবীণাঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, ৯২ ভাগ বাড়িতে বিদ্যুত সরবরাহ করেছে সরকার। কিন্তু এই পরিবর্তন একটি রাজনৈতিক দল স্বীকার করছে না। এই পরিবর্তন তাদের চোখে পড়ে না। তিনি আরও বলেন, আরেকটি রাজনৈতিক দল দেশে জঙ্গীদের কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। তারা দেশে জঙ্গীবাদ বিস্তার করছে। শনিবার বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। প্রধান অতিথি আরও বলেন, এখানকার (প্রবীণাঙ্গন) যে সুবিধা অনেকটা ভাল উদ্যোগ। শহরের বেরী লেইককে হাতিরজিলের আদলে করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেয়ার জন্য তিনি বলেন। মেডিক্যালের দাবির বিষয়ে বলেন, সরকারের কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। সুধী সমাবেশের আগে মন্ত্রী পৌর প্রবীণাঙ্গন ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জেলার প্রবীণ নাগরিক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এর আগে মন্ত্রী মৌলভীবাজার পৌরসভার নগর উন্নয়ন কমিটির সভা ও মৌলভীবাজার সরকারী কলেজে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও গুজববিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন।
×