ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ॥ উদ্বোধন

প্রকাশিত: ১০:৩৪, ১ ডিসেম্বর ২০১৯

 আজ চট্টগ্রামে  মুক্তিযুদ্ধের  বিজয় মেলা ॥ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর আউটার স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হবেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। মেলা শুরুর প্রাক্কালে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের মহাসচিব মোঃ ইউনূস লিখিত বক্তব্যে বলেন, দুর্বিনীত দুঃসময়ে যখন মুক্তিযুদ্ধের চেতনা লুণ্ঠিত তখন ১৯৮৯ সালে সার্কিট হাউসের সম্মুখ চত্বরে কয়েক বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক সাহসী উদ্যোগ নিয়ে এ মেলার সূচনা করেন। পরবর্তীতে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রত্যক্ষ প্রণোদনায় মুক্তিযুদ্ধের চেতনার অনুগামী হয়ে পরিণত হয় এই বিজয়মেলা। সংবাদ সম্মেলনে বল হয়, মেলার মূল আদর্শিক লক্ষ্য সকল প্রতিকূলতা অতিক্রম করে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে পুনরুদ্ধার করে। এ মেলার সূচনা থেকে বর্তমান পর্যন্ত যারা ওতপ্রোতভাবে নিবেদিত ছিলেন তাদের অনেকেই আর ইহজগতে নেই। অনুষ্ঠানে তাদের আত্মার মাগফিরাত ও সদগতি কামনা করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালী জাতিসত্তা টিকে থাকবে, ততদিন বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিযুদ্ধের এ বিজয়মেলা হতে থাকবে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচী অনুযায়ী আজ আউটার স্টেডিয়ামে মেলার পণ্য বিপণন ও প্রদর্শনীর উদ্বোধন হবে। ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে স্টেডিয়াম সংলগ্ন চত্বরে বিজয়শিখা প্রজ্বালন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় মেলার মঞ্চের ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার কার্যক্রম শুরু হবে। বিজয় মঞ্চে প্রতিদিন থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান। এছাড়া পরিবেশিত হবে উদ্দীপনামূলক দলীয় সাংস্কৃতিক ও একক সঙ্গীতানুষ্ঠান। ১৩ ডিসেম্বর বিকেলে নারী সমাবেশ। ১৪ ডিসেম্বর বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে স্মরণানুষ্ঠান এবং ১৫ ডিসেম্বর এ বিজয় মেলার প্রাণ পুরুষ চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর সকাল ৯টায় স্টেডিয়াম চত্বর থেকে বের করা হবে বর্ণাঢ্য বিজয় র‌্যালি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব বদিউল আলম, এমএ মনসুর, আহমেদুর রহমান সিদ্দিকী, জাহাঙ্গীর চৌধুরী সিএমসি, মাহবুব আলম, মোঃ ইউসুফ, পান্টু লাল সাহা, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আবু তাহের, সৈয়দ মাহমুদুল হক, এসএম সাঈদ সুমন, আবুল হোসেন আবু প্রমুখ।
×