ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফাঁসির দন্ডপ্রাপ্ত রিগ্যানের চাঞ্চল্যকর তথ্য

সব জঙ্গী হামলার নেপথ্য কারিগর শিবির

প্রকাশিত: ১০:৩৩, ১ ডিসেম্বর ২০১৯

 সব জঙ্গী হামলার নেপথ্য কারিগর শিবির

গাফফার খান চৌধুরী ॥ আইএস লেখা টুপি মাথায় দিয়ে আদালতে হাজির হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়া গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলা মামলার ফাঁসির দ-প্রাপ্ত আসামি রকিবুল হাসান রিগ্যান ছাত্র শিবির সম্পর্কে পিলে চমকানোর মতো তথ্য দিয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছে। বলেছে, ব্লগার প্রকাশক লেখক থেকে শুরু করে সর্বশেষ হলি আর্টিজান পর্যন্ত সব হামলার নেপথ্য কারিগর ছিল জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন ইসলামী ছাত্র শিবির। বিভিন্ন অপারেশনে যেসব জঙ্গী হামলায় অংশ নিয়েছিল, তারা সবাই ছাত্র শিবিরের মাধ্যমে জঙ্গীবাদে জড়িয়ে পড়েছিল। ছাত্র শিবিরই তাদের পরিকল্পিতভাবে জঙ্গীবাদে উদ্বুদ্ধ করেছিল। জঙ্গী হিসেবে হামলায় অংশগ্রহণকারীরা এক সময় ছাত্র শিবিরের পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টারের ছাত্র ছিল। কোচিং সেন্টার থেকেই তাদের টার্গেট করে পরিকল্পিতভাবে আত্মঘাতী জঙ্গী হিসেবে গড়ে তুলেছিল ছাত্র শিবির। নিজেও তাদেরই একজন। বহুল আলোচিত ঢাকার কল্যাণপুরের জঙ্গী আস্তানাটিতে রীতিমতো নিয়ম করে একে ২২ রাইফেল, চাকু, পিস্তল চালানোর ক্লাস নেয়া হতো। আস্তানায় থাকা জঙ্গীদের অবসরে বিনোদন হিসেবে আইএসের বিভিন্ন কর্মকান্ড ও যুদ্ধের ভিডিও ফুটেজ দেখানো হতো। চাকরিচ্যুত পলাতক মেজর জিয়া, তামিম আহমেদ চৌধুরী ও মারজানসহ শীর্ষ জঙ্গীরা আস্তানাগুলোতে যাতায়াত করত এবং ক্লাস নিত। কল্যাণপুরের আস্তানাটি পরিচালনার ব্যয়ভার বহন করত ছাত্র শিবিরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। যার মধ্যে একটি কোচিং সেন্টারও আছে। হলি আর্টিজানে হামলার পর কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের জঙ্গী আস্তানায় চালানো অভিযানে নয় জঙ্গী নিহত হয়। পালানোর সময় গ্রেফতার হয় রিগ্যান। প্রত্যেক জঙ্গীর অন্তত চারটি করে ছদ্ম নাম থাকত। রিগ্যানের ছদ্ম নাম ছিল পাঁচটি। সূত্র বলছে, ২০১৬ সালের ১ জুলাই গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান রেস্তরাঁ ও বেকারিতে জঙ্গী হামলায় বনানী থানার ওসি সালাহ উদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ছাড়াও ১৭ বিদেশী ও তিন বাংলাদেশী নিহত হন। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’-এ পাঁচ জঙ্গীর মৃত্যু হয়। সারা দুনিয়ায় তোলপাড় হয়। এরপর জঙ্গীবিরোধী সাঁড়াশি অভিযানে ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ে নয় জঙ্গী নিহত হয়। আহত অবস্থায় গ্রেফতার হয় রকিবুল হাসান রিগ্যান। রিগ্যানের দেয়া জবানবন্দীর বরাত দিয়ে হলি আর্টিজান মামলার তদন্ত সংশ্লিষ্ট এক উর্ধতন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রিগ্যানের পিতার নাম মৃত রেজাউল হক। মায়ের নাম মোছা রোকেয়া আক্তার। তিনি বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স। একমাত্র বোন তানিয়া সুলতানা। বগুড়া সরকারী শাহ সুলতান কলেজের ছাত্রী। বাড়ি বগুড়া সদর জেলার ইসলামপুর পশ্চিমপাড়ায়। তারা বগুড়া সদরের জামিলনগরে বসবাস করে। আর রিগ্যানের দাদার নাম মৃত আব্দুর জব্বার প্রামাণিক। বাড়ি বগুড়া জেলা সদরের ইসলামপুর পশ্চিমপাড়ায়। রিগ্যানের দুই চাচা আব্দুল করিম (৫৮) ও জুয়েল (৬৮)। নানার বাড়ি বগুড়ার সারিয়াকান্দির ছায়াহাটে। রিগ্যানের পাঁচ মামা আশরাফ, জলিল, গফুর, খলিল ও মধু। রিগ্যান ২০১৩ সালে স্থানীয় করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এ প্লাস পেয়ে এসএসসি পাস করে। রিগ্যান তার জবানবন্দীতে জানায়, ভাল ছাত্র হওয়ায় তাকে আগেই টার্গেট করে ছাত্র শিবির। তাকে জঙ্গীবাদে টানার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ২০১৪ সালের শেষ দিকে সহপাঠী মেহেদী হাসান শুভ রিগ্যানের নাম পরিবর্তন করে মোহাম্মদ আব্দুল্লাহ নামে ফেসবুক আইডি খুলে দেয়। ফেসবুক খুলে দেয়ার পর থেকেই তার উপর নজরদারি করতে থাকে শিবিরের স্থানীয় শাখা। পরিকল্পনা মোতাবেক ফেসবুকে সাব্বির (২৫) নামে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার পরিবেশ সৃষ্টি করে দেয়া হয়। সাব্বির নিয়মিত তাকে ইসলামের দাওয়াত দিতে থাকে। সাব্বিরের কথা ভাল লাগে তার। এরপর বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ মাঠে সাব্বিরের সঙ্গে ৭/৮ বার তার দেখা সাক্ষাত ও কথা হয়। সাব্বির তাকে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের নির্যাতিত মুসলিমদের রক্ষা করার জন্য কিছু করতে বলে। পাশাপাশি দ্বীনের দাওয়াত দেয়। দ্বীন কায়েমের সঠিক আকীদা, দাজ্জাল ও তৃতীয় বিশ্বযুদ্ধের অনুমান নির্ভর বিষয় নিয়ে তৈরি করা কাগজপত্র দেয় তাকে। এদিকে ২০১৫ সালে বগুড়া শাহ সুলতান সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে এইচএসসি পরীক্ষা দেয় সে। ততদিনে সাব্বিরের মাধ্যমে সে পুরোপুরি জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়ে যায়। পরীক্ষার ফল বের হওয়ার আগেই পিতা মাতা তাকে ডাক্তার বানানোর ইচ্ছে পোষণ করতে থাকেন। এজন্য তাকে কোন কোচিং সেন্টারে ভর্তি করে দেয়া যায়, কোন কোচিং সেন্টার ভাল, সে বিষয়ে খোঁজখবর নেন পিতামাতা। ঠিক তখনই পূর্ব পরিকল্পনা মোতাবেক হাজির হয় বগুড়া সরকারী আজিজুল হক কলেজের ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ রেজ্জাকুল। রেজ্জাকুল রিগ্যানের পিতামাতাকে বুঝাতে সক্ষম হয়। রিগ্যানকে রেটিনা কোচিং সেন্টারে ভর্তির যাবতীয় ব্যবস্থা করে দেয়। কোচিং সেন্টারে এক মাস মেডিক্যাল ভর্তির কোচিং করে। মাত্র এক মাসের মধ্যেই রিগ্যানের পুরোপুরি ব্রেন ওয়াশ করে কোচিং সেন্টারের শিক্ষক হিসেবে থাকা জঙ্গী প্রশিক্ষকরা। তারা রিগ্যানকে পুরোপুরি মোটিভেট করতে সক্ষম হয়। রিগ্যান জঙ্গীবাদে উদ্বুদ্ধ হওয়ার পর তিনি আবার বগুড়ার আদমদীঘির ছাত্র শিবিরের নেতা মাসুদ ও শিহাবকে দ্বীনের দাওয়াত দেয়। তারা দাওয়াত কবুল করে। তাদের সঙ্গে জঙ্গীবাদে উদ্বুদ্ধ হওয়ার পর রিগ্যানের সঙ্গে ঢাকায় পালিয়ে আসে। জঙ্গী নেতাদের কথামতো রিগ্যান মাসুদ ও শিহাবকে সঙ্গে নিয়ে ২০১৫ সালের ২৩ জুলাই কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডে যায়। সেখানে সাব্বির নামের সেই জঙ্গী তিনজনকে অন্য একজনের মাধ্যমে ঢাকায় পাঠিয়ে দেয়। প্রসঙ্গত, শিহাব ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগান থানাধীন ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলার বাসায় ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই, ইউএসএআইডি কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যায় সরাসরি জড়িত। এছাড়া ২০১৫ সালের ৩১ অক্টোবর ঢাকার মোহাম্মদপুরে শুদ্ধস্বর প্রকাশনীতে হামলা করে তিনজনকে হত্যার চেষ্টা করে এবং একই দিন রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে গলাকেঁটে হত্যার সঙ্গে জড়িত শিহাব। আর রিগ্যানের মাধ্যমে জঙ্গী হওয়া মাসুদ ২০১৬ সালে ২৩ অক্টোবর হোসেনী দালানে বোমা হামলার আগের রাতে ২২ অক্টোবর রাজধানীর গাবতলীর আমিনবাজারে চেকপোস্টে তল্লাশিকালে ছুরিকাঘাতে দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) ইব্রাহিম মোল্লা হত্যার সঙ্গে সরাসরি জড়িত। বগুড়ার আদমদীঘি উপজেলার ছাত্র শিবিরের সভাপতি হিরণ পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করে। হিরণের সঙ্গে ছিল মাসুদ। মাসুদ বগুড়া আদমদীঘি উপজেলা ছাত্র শিবিরের সাথী। মাসুদ পুলিশের হাতে গ্রেফতার হয়। রিগ্যান জানায়, মাসুদ ও শিহাবকে নিয়ে তারা মিরপুরের একটি বাসায় ওঠে। ওই বাসায় শাহীন, আতিকুর, ফাহাদ, সবুজ, ও আবু মুসলিম এবং তারা তিনজনসহ মোট ১৫ থেকে ২০ জন থাকত। থাকার সময় তাদের অধিকাংশই ছদ্মনাম ব্যবহার করত। বাসাটিতে ২৫ দিনের মতো ছিল তারা। সেখানে শিহাবের দায়িত্ব ছিল হাদিস পড়ে শোনানো। বাসাটি পরিবর্তন করে দ্বিতীয় বাসা হিসেবে মিরপুর-১ নম্বর ১২৩/এ দক্ষিণ বিশিলের ১০ নম্বর সড়কের সাদা মাযহাফ মসজিদের সঙ্গে থাকা ছয়তলা বাড়ির তৃতীয় তলায় রিগ্যান, আতিক, মাসুদ, শাহীদ, আকাশ, সম্রাট, সুমন, ফরিদ, উমায়ের, সবুজ ও আবু মুসলিম অবস্থান করতে থাকে। এই বাসাটিতে তারা দুই মাস ছিল। এরপর মিরপুর-২ এর পশ্চিম মনিপুরের ১৩৪ নম্বর ছয়তলা বাড়ির পঞ্চম তলায় ছিল তারা। এই বাসায় নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত তামিম আহমেদ চৌধুরী ও হলি আর্টিজান মামলার অন্যতম মাস্টারমাইন্ড মারযান যাতায়াত করত। এরপর মিরপুরের মধ্যপাইকপাড়ার ১৬৯ নম্বর বাড়ির ছয়তলার চতুর্থ তলার দক্ষিণ পাশের আনোয়ারুল আজিম ভূঁইয়ার বাসায় ৪ মাস ছিল। প্রতিটি বাসায়ই নতুন নতুন মানুষ থাকত। পরে তারা আবার বাসা পরিবর্তন করে দক্ষিণ পাইকপাড়ার ৪৩২/এ নম্বর ১০তলা বাড়ির ছয় তলায় ওঠে। এই বাসায় আজিমপুরে পুলিশের অভিযানের সময় আত্মহত্যা করা তানভীর কাদেরী ছিল। সর্বশেষ তারা ২০১৬ সালের ১২ জুলাই কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ে ওঠে। ওই বছরের ২৬ জুলাই চালানো অভিযানে ইকবাল পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত হয় নয় জঙ্গী। রিগ্যান আহত অবস্থায় গ্রেফতার হয়। রিগ্যান তার দেয়া জবানবন্দীতে আরও বলেছে, তার মূল কাজ ছিল হাদিস পড়ে শোনানো। আর কল্যাণপুরের বাসায় সে রান্নার কাজও দেখাশুনা করত। বিশেষ কোন প্রয়োজন ছাড়া তারা বাসার বাইরে বের হতো না। হাদিস পড়ে শোনানোর পাশাপাশি সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে থাকে। রনি নামের এক জঙ্গী বাইরে যোগাযোগ রাখত। পুরো বাসার ভাড়া, সবার হাত খরচের টাকা তামিম আহমেদ চৌধুরী দিত। রনি মোবাইলে থ্রিমা, উইকা, কিক এ্যাপস ব্যবহার করে বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখত। বাসায় একটি একে ২২ বোরের অটোমেটিক রাইফেল রাখা হতো। এছাড়া কমান্ডো চাকু ও রিভলভার পিস্তল ও বুলেট থাকত। প্রতিদিন নিয়ম করে রাইফেল, চাকু ও রিভলভার চালানোর কলাকৌশল শেখানোর জন্য ক্লাস নেয়া হতো। পুরো অস্ত্র রাখার দায়িত্ব পালন করত আতিক। বাসায় থাকা সবাই একেক জন একেক বিভাগের সদস্য ছিল। ওই বাসায় অপারেশন বিভাগ, দাওয়া বা দাওয়াত বিভাগ, ব্যাচ বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করত। বাড়তি দায়িত্ব হিসেবে রিগ্যানকে রিয়াদুস সালেহীন ৪ খন্ড এবং আইএসের দাবিক ম্যাগাজিনে প্রকাশিত বিভিন্ন বিষয় পড়ে শোনাতে হতো। রিগ্যানের বহু ছদ্মনাম ছিল। তাকে অনেক সময় হাসান, রিপন, নিলয়, রাফি ও রাফিউল ইসলাম নামে ডাকা হতো। এসবই ছিল তার ছদ্ম নাম। আজিমপুরে নিহত তানভীর কাদেরীকে সবাই বড় ভাই ছদ্মনামে ডাকত। তারা মিরপুর সরকারী বাঙলা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে বাসা ভাড়া নিত। বাসায় বিশ্ববিদ্যালয়ের বইপুস্তক রাখা হতো। যাতে কেউ সন্দেহ করতে না পারে। প্রকৃতপক্ষে যারা বাসায় ছিল তারা কেউই এই তিনটি প্রতিষ্ঠানের কোনকালেই ছাত্র ছিল না। বাসায় ভেতরে গড়ে তোলা হতো ব্যায়ামাগার। যাতে তারা শরীর চর্চা করে সর্বক্ষণ অপারেশনের জন্য প্রস্তুত থাকতে পারে। বাসায় অবসর সময় কাঁটানোর জন্য বিনোদন হিসেবে আইএসের ডিভিও দেখানো হতো। কল্যাণপুরের বাসায় হলি আর্টিজানের চেয়েও বড় ধরনের ধ্বংসাত্মক অপারেশন চালানোর পরিকল্পনা চলছিল। সেইসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য খুবই প্রশিক্ষিত ও আত্মঘাতী হিসেবে গড়ে তোলাদের ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে যাওয়ার প্রস্তাব করা হয়েছিল উচ্চপর্যায় থেকে। এমন প্রস্তুতিও চলছিল। কিন্ত পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। দেশেই তারা হলি আর্টিজানের মতো আরও বড় কিছু করার জন্য তৈরি হচ্ছিল। পুলিশের কাউন্টার টেররজিম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সূত্রে জানা গেছে, কল্যাণপুরে নিহত জঙ্গী জোবায়ের হোসেন (২০), নোয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্র থাকা অবস্থায় ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। নিহত সাব্বিরুল হক চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকনোমিকস এ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র ছিল। তিনি ছাত্র শিবির নিয়ন্ত্রিত কোচিং সেন্টারে পড়ার সময় জঙ্গী হয়। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী শেহজাদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। বেসরকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র শিবির থেকে জঙ্গীবাদে জড়িয়ে পড়ে। এছাড়া নিহত আব্দুল্লাহ, আবু হাকিম নাইম, তাজ-উল-হক রাশিক, আকিফুজ্জামান খান ও মোঃ মতিয়ার রহমানদের প্রায়ই সবাই শিবিরের কোচিং সেন্টার ও কলেজে পড়ার সময় শিবিরের সংস্পর্শে এসে আস্তে আস্তে জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়েছিল।
×