ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ মেডিক্যালে রোগীকে মারধরের মামলার তদন্ত শুরু

প্রকাশিত: ০৯:৩৯, ১ ডিসেম্বর ২০১৯

 ময়মনসিংহ মেডিক্যালে  রোগীকে মারধরের মামলার তদন্ত  শুরু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডেন্টাল সার্জনের মারধরের শিকার তরুণ মিয়ার ঘটনা জানতে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. বিলকিস বেগম ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে মারধরের শিকার তরুণ মিয়া ও অভিযুক্ত ডেন্টাল সার্জন ডাঃ একেএম আনিছুর রহমান বাবলু, ডেন্টাল ইউনিটের কর্তব্যরত কর্মচারী মর্জিনা ও হাসপাতাল কর্তৃপক্ষসহ প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। তদন্তকারী কর্মকর্তা এ সময় ঘটনাস্থল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিট পরিদর্শন করেন এবং এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখেন। তদন্ত শেষে ড. বিলকিস জানান, তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চিকিৎসা নিতে এসে রোগীকে মারধরের ঘটনায় চিকিৎসককে অবশ্যই শাস্তি পেতে হবে। রোগীর ওপর চিকিৎসকের হামলা কোনভাবেই বরদাশত করা হবে না। এর আগে আবাসিক সার্জন ডাঃ একেএম আনিছুর রহমান বাবলুর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রশাসন ও শৃঙ্খলা অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ মুজিবুর রহমান এই মামলাটি করেছেন। গত ২২ আগস্ট দায়ের করা এই বিভাগীয় মামলায় অভিযুক্ত ডেন্টাল সার্জন ডাঃ আনিছকে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানসহ জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
×