ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে টনক নড়েছে

বগুড়ায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৯:৩৬, ১ ডিসেম্বর ২০১৯

 বগুড়ায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় অল্পের জন্য ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর টনক নড়েছে রেলের নিরাপত্তা রক্ষায় নিয়োজিতদের। রেললাইনে ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত করতে রেলওয়ে পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। গত বুধবার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর ভ্রাম্যমাণ কাপড়ের মার্কেট চলার সময় ট্রেন ক্রসিং-এর সময় লাইন পরিবর্তন করলে দুর্ঘটনা ঘটে। এতে কয়েক জন আহত হলেও বহু প্রাণহানি থেকে রক্ষা পায়। এরপর থকে বগুড়া স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর ভ্রাম্যমাণ (অস্থায়ী) মার্কেটের কার্যক্রম সীমিত হয়। তবে লুকিয়ে চলছিল। এ অবস্থায় শনিবার সকালে রেল পুলিশ (জিআরপি) ও রেলের নিরাপত্তা বাহিনী (আরএনবি) রেললাইনের ওপর যৌথ অভিযান শুরু করে। এ সময় তারা রেললাইনের ওপর থেকে অবৈধ ভ্রাম্যমাণ দোকান সরিয়ে দেয়াসহ মাইকে সর্তকতামূলক প্রচার চালায়। বগুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন হকার্স মার্কেট লাগোয়া স্থানে রেললাইনের ওপর বছরের পর বছর ধরে ‘হঠাৎ মার্কেট’ নামে ভ্রাম্যমাণ কাপড়ের মার্কেট চলে আসছে। ট্রেন আসা যাওয়ার মুহূর্তে এটি একপাশে সরে যায় আবার পরক্ষণেই তা একইভাবে চলে। আবার অনেক স্থায়ী দোকানও রেলের আইন ভেঙ্গে ২০ ফুটের মধ্যে গড়ে উঠেছে। মাঝে মাঝে অবৈধ স্থাপনা উচ্ছেদে রেলের অভিযান চললেও ভ্রাম্যমাণ মার্কেট বা অবৈধ দখল থেমে নেই। অভিযোগ রয়েছে রেলওয়ের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে প্রভাবশালী চক্র বগুড়ায় এসব অবৈধ ভ্রাম্যমাণ মার্কেট ও রেলের জায়গা দখল করে অবৈধ দোকান নির্মাণ তৎপরতা চালাচ্ছে। রেলের সংশ্লিষ্ট বিভাগ গত ১৯ নবেবম্বর বগুড়ায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালায়। তবে এর দু’দিনের মধ্যে রেললাইনের ওপর আবার ভ্রাম্যমাণ মার্কেট পূর্বের মতোই বসে যায়।
×