ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:৩১, ১ ডিসেম্বর ২০১৯

টুকরো খবর

জমি নিয়ে বিরোধ ॥ আহত ৮ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ ও গর্ভবতী মহিলাসহ অন্তত ৮ ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার আড়ুয়াডিহি গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মোল্লাহাট ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোল্লাহাট থানায় অভিযোগ করা হয়েছে। জানা যায়, আড়ুয়াডিহি গ্রামের হাফেজ জামাল উদ্দিনের বাড়িতে যাতায়াতের একমাত্র পথের জমি বেশ কিছুদিন ধরে অবৈধ জবর-দখল চেষ্টা করছে প্রতিবেশী হেমায়েত গং। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও তা আমলে না নিয়ে উল্টো অত্যাচার করে হেমায়েত গং। এদিন হেমায়েত শেখের নেতৃত্বে একদল হামলাকারী হাফেজ জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর হামলা চালায়। হামলায় হাফেজ জামাল উদ্দিন, গর্ভবতী শাখিলা, রহমত, মেরী, সিমা আক্তার, কাকলি, সেলিম ও আরাফাত আহত হন। শিবিরের ছয় নেতাকর্মী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৩০ নবেম্বর ॥ বিপুল পরিমাণ জিহাদী বই, বোমা তৈরির সামগ্রীসহ ৬ জামায়াত শিরিরের নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সদরের তুলারামপুর গ্রামের রাজধানী পাড়াস্থ জাহিদুর রহমানের বাসা থেকে নাশকতার পরিকল্পনা করা সময় তাদের গ্রেফতার করা হয়। শনিবার নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন সদর থানার অফিস কক্ষে এ তথ্য জানান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শুক্রবার সকালে সদরের তুলারামপুর গ্রামের জামায়াত নেতা জাহিদুরের ভবনে শিবিরের নেতাকর্মী নাশকতার পরিকল্পনা উদ্দেশে গোপন বৈঠক করছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে মতিউর রহমান নিজামী, গোলাম আজমসহ অন্যদের লিখিত ৫২টি সাংগঠনিক বই, বোমা তৈরির কাজে ব্যবহৃত গান পাউডার, কাচের গুঁড়া জব্দসহ ভবনের মালিক জাহিদুরের স্ত্রী ফিরোজা বেগমসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
×