ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে খাদ্যে বিষক্রিয়ায় ছাত্রীর মৃত্যু ॥ মা ও বোন অসুস্থ

প্রকাশিত: ০৯:২৯, ১ ডিসেম্বর ২০১৯

 বেলকুচিতে খাদ্যে  বিষক্রিয়ায় ছাত্রীর মৃত্যু ॥ মা ও  বোন অসুস্থ

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৩০ নবেম্বর ॥ বেলকুচিতে খাদ্য বিষক্রিয়ায় মীম খাতুন (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ হয়েছে তার মা রাবেয়া খাতুন (৪৫) ও বড় বোন রোজিনা খাতুন (২০)। তাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। মীম দিনমজুর আব্দুল মান্নানের মেয়ে ও দৌলতপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মীম খাতুনের মৃত্যুর বিষয়ে তার পিতা শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মীম খাতুন, তার মা ও বড় বোন রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাদের হাসপাতালে নেয়ার পথে মীম খাতুনের মৃত্যু হয়।
×