ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে জেএমবি নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৮, ১ ডিসেম্বর ২০১৯

 নরসিংদীতে জেএমবি নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ মাধবদী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির আধ্যাত্মিক নেতা হাফেজ মাওলানা মোঃ আতিক উল্লাহকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, উগ্রবাদী লিফলেট, ল্যাপটপ ও হার্ডডিস্ক জব্দ করা হয়। শনিবার ভোরে মাধবদী থানার ছোট গদাইরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, হাফেজ মাওলানা মোঃ আতিক উলাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন ফতোয়া নির্ধারক ও দাওয়াতি শাখার সমন্বয়কারী। সে ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হারকাতুল জিহাদের (হুজি) দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ সময় হুজি নেতা আব্দুর রহমান ও সম্প্রতি ঢাকায় গ্রেফতারকৃত আফগান ফেরত মুজাহিদ আতিকুল্লা’র কাছে প্রশিক্ষণ গ্রহণ করে। এরপর ২০১৪ সালে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত এক জেএমবি নেতার মাধ্যমে জেএমবিতে যোগদান করে। আলেপ উদ্দিন বলেন, আতিকুল্লাহ মূলত ফেসবুক, টুইটার ও টেলিগ্রাম আইডির মাধ্যমে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি জেএমবির কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করত। সে বর্তমান সরকারকে তাগুত সরকার আখ্যা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিয়োজিত।
×