ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাজারো মানুষের দুর্ভোগ

বাউফলের চন্দ্রদ্বীপের তিন সেতু বেহাল

প্রকাশিত: ০৯:২৭, ১ ডিসেম্বর ২০১৯

 বাউফলের চন্দ্রদ্বীপের তিন সেতু বেহাল

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ৩০ নবেম্বর ॥ বাউফলের চন্দ্রদ্বীপের পশ্চিম চরমিয়াজান বাজার সংলগ্ন ব্রিজ ও আলগী ব্রিজ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এছাড়াও দক্ষিণ চরওয়াডেলে সুলতান মজমের বাড়ির কাছে আরসিসি সেতুটির দুই পাশে এ্যাপ্রোচ সড়ক না থাকায় এলাকার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। অথচ এই তিন সেতু দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, মহিলা ও শিশুসহ কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়ত করছেন। ঘটছে নানা ধরনের দুর্ঘটনা । চন্দ্রদ্বীপ ইউপির পশ্চিম চরমিয়াজান বাজার সংলগ্ন সেতু ও চর আলগীর জালাল ফরাজি বাড়ির পাশের সেতুটির অধিকাংশ স্লাব ভেঙ্গে গেছে। এর ফলে চর রায়সাহেব, চরমিয়াজন, চরনিমদী, কিসমত পাঁচখাজুরিয়া, চরকচুয়াসহ ৭-৮ চরের কয়েক হাজার মানুষ ওই সেতু দুইটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এছাড়া চরওয়াডেলে সুলতান মজমের বাড়ির কাছে আরসিসি সেতুটির দুই পাশে এ্যাপ্রোচ সড়ক না থাকায় এলাকার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। সেতুগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের জন্য স্থানীয়রা গাছের ডাল, বাঁশ ও কাঠের তক্তা দিয়ে কোন রকমভাবে মেরামত করে যাতায়ত করলেও ঝুঁকি রয়ে গেছে। ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান, শারমীন, নার্গিস, সীফা, মুক্তা, ফারজানা, পুতুল, সীমা, তানজিলা, রেশমা, সাদিয়াসহ অনেকেই জানান, ব্রিজটি দুটি দিয়ে পাড় হতে গিয়ে মহা ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, বৃদ্ধ, মহিলা ও শিশুরা। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। চর রায়সাহেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলি আক্তার ও পশ্চিম চরমিয়াজানের ইউনুচ মাতবর অভিন্ন শুরে জানান, মাত্র বছর চারেক আগে এই সেতু দুইটি নির্মাণ করা হলেও এই অল্প সময়ের মধ্যে সেতু দুইটির বেহাল অবস্থা হয়েছে। সিমেন্টের স্লাব ভেঙ্গে গেছে। গাছের ডাল, কাঠ, বাঁশ দিয়ে মেরামত করা হলেও তা বেশিদিন স্থায়ী হচ্ছে না। বেহাল অবস্থা দক্ষিণ চর ওয়াডেলের আরসিসি সেতুটিরও। এই সেতুটির দুই পাশে এ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করায় যাতায়াতের ভোগান্তির শিকার হতে হয়। চন্দ্রদ্বীপের ১ নম্বর ওয়ার্ডের রায়সাহেব এলাকার ইউপি সদস্য ছালাম শরীফ জানান, সিমেন্টের স্লাব ও লোহার এ্যাঙ্গেলে নির্মিত সেতু দুটির অধিকাংশ স্লাবই ভেঙ্গে গেছে। ব্যক্তিগত উদ্যোগে সংস্কারের ব্যবস্থা করা হলেও তা স্থায়ী হচ্ছে না। তিনি ওই দুইটি সেতু সংস্কারসহ দক্ষিণ চর ওয়াডেলের আরসিসি সেতুর এ্যাপ্রোচ সড়ক নির্মাণ এবং রায়সাহেবে গুচ্ছগ্রাম সংলগ্ন খালের ওপর নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
×