ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামায়াতের কারণে বিএনপি আজ জনগণের আস্থা হারিয়েছে ॥ শাহরিয়ার কবির

প্রকাশিত: ০৯:২৫, ১ ডিসেম্বর ২০১৯

  জামায়াতের কারণে  বিএনপি আজ  জনগণের আস্থা  হারিয়েছে ॥ শাহরিয়ার কবির

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৩০ নবেম্বর ॥ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, বিএনপি জামায়াতের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আমরা ২০০১ সালে বিএনপি জামায়াত জোটের গণতন্ত্র দেখেছি। সেই সময় বিএনপি জামায়াত জোট সরকারের মদদে তাদের কর্মীরা কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়সহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে হত্যা নির্যাতন করেছে। এছাড়া জামায়াতের কারণে আজ বিএনপি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। বর্তমানে সংসদ ও রাজপথে শক্তিশালী বিরোধীদল নেই। গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী বিরোধীদল প্রয়োজন। নির্মূল কমিটি বিরোধী দলের ভূমিকা পালন করছে। সরকারের ভাল কাজে যেমন প্রশংসা করি, তেমনি ভাল কাজ না করলে তারও সমালোচনা করি। শনিবার দুপুরে শহরের উদীচী কার্যালয় প্রাঙ্গণে জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারী, ছাত্র ও আইনজীবী ফ্রন্টের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী নেত্রী লক্ষ্মী চ্যার্টাজির সভাপতিত্বে সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন প্রমুখ।
×