ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেদারল্যান্ডে ছুরি হামলায় আহত ৩

প্রকাশিত: ২২:১৯, ৩০ নভেম্বর ২০১৯

 নেদারল্যান্ডে ছুরি হামলায় আহত ৩

অনলাইন ডেস্ক ॥ নেদারল্যান্ডের হেগে ছুরি হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছে। শুক্রবার (২৯ নবেম্বর) হেগের একটি ব্যস্ত সড়কে এ হামলা চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, ‘গ্রোট মার্কসট্রেট বিপণি বিতান এলাকায় ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।’এক টুইটবার্তায় পুলিশ লিখেছে, তারা ৪৫ থেকে ৫০ বছর বয়সের সন্দেহভাজন এক ব্যক্তির সন্ধান করছেন; যিনি শাল, কালো জ্যাকেট ও ধূসর জোগিং ট্র্যাকসুট পরেছিলেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ‘আমরা গ্রোট মার্কসট্রেটের ছুরি হামলার অধিকতর তদন্ত করছি।’ সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে মিল রয়েছে এমন কাউকে বা হামলা হতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এখনও সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে রাস্তাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
×