ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে রেকর্ড পতন

প্রকাশিত: ১২:৩০, ৩০ নভেম্বর ২০১৯

ভারতের জিডিপি  প্রবৃদ্ধিতে রেকর্ড পতন

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে অর্থনীতি চাঙ্গা করতে অর্থমন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের একের পর এক নানা পদক্ষেপকে ব্যর্থ করে দিয়ে পতনের রেকর্ড গড়ে আরও তলানিতে পৌঁছেছে প্রবৃদ্ধির হার। দ্বিতীয় ত্রৈমাসিকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৫ শতাংশে। অর্থাৎ ৬ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে আর্থিক প্রবৃদ্ধি। খবর আনন্দবাজার পত্রিকার। প্রথম ত্রৈমাসিকেই আর্থিক প্রবৃদ্ধির হার পৌঁছেছিল ৫ শতাংশে। তখন থেকেই তা আরও পতনের আশঙ্কা ছিল। সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপি কমে ৪ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে একটি পূর্বাভাসও দিয়েছিল বার্তা সংস্থা রয়টর্স। কিন্তু শুক্রবার প্রকাশিত ভারত সরকারের পরিসংখ্যানে দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি প্রবৃদ্ধির হার দেখা গেল এর চেয়েও নিচে ৪ দশমিক ৫-এ নামতে। গত অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। কিন্তু এ বছর জুনে শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকেই প্রবৃদ্ধির হার ৫ শতাংশে নেমে যায়। সেদিক থেকে জিডিপি প্রবৃদ্ধির সর্বশেষ ওই পতন রেকর্ড সৃষ্টি করেছে। জিডিপির ক্রমাগত এই পতনে মোদি সরকারের অর্থনীতির পুনরুজ্জীবন ঘটানোর প্রতিশ্রুতি এবং ৫ লাখ কোটি মার্কিন ডলার অর্থনীতির স্বপ্ন পূরণ অনেক দূরের পথ বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে পণ্যের চাহিদা এবং বেসরকারী লগ্নি হ্রাস পাওয়াসহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর খারাপ পারফরমেন্স, বেসরকারীকরণের সিদ্ধান্ত, কর্মসংস্থানে ছাঁটাই ছাড়াও বিশ্ব বাজারে মন্দার কারণে রফতানি কমার জেরেই জিডিপিতে এ মন্দা।
×