ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইন্দো-বাংলা পাইপলাইন পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত: ০৯:২৭, ৩০ নভেম্বর ২০১৯

 ইন্দো-বাংলা পাইপলাইন পরিদর্শনে ভারতীয়  হাইকমিশনার

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২৯ নবেম্বর ॥ ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ নির্মাণ প্রকল্পের সাইট পরিদর্শনের জন্য শুক্রবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ পার্বতীপুরে আসেন। তার সঙ্গে ছিলেন সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, প্রকল্পের পিডি টিপু সুলতান, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পদ্মা ও মেঘনা ওয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক যথাক্রমে মাসুদুর রহমান, মীর সাইফুল্লাহ আল খালিদ ও ডিপো ইনচার্জ আজম খান প্রমুখ। জানা গেছে, ভারতের শিলিগুডি নুমানীগড় রিফাইনারি পয়েন্ট থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল আসবে । ভারত অংশে পাইপলইনের দৈর্ঘ ১৩০ কিমি বাংলাদেশ অংশে ১২৫ কিমি । পাইপ লাইনের ব্যস ১০ ইঞ্চি। জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের গ্রান্ট ইন প্রোগামের ৩০৩ কোটি রুপী ও বাংলাদেশের ১৫০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বিপিসি ও নুমানীগড় রিফাইনারি লিমিটেড। প্রচলিত সরবরাহ ব্যবস্থার পরিবর্তে বাংলাদেশের উত্তরাঞ্চলে দ্রুত, সুষ্ঠু, সহজ ও ব্যয় সাশ্রয়ী উপায়ে জ¦ালানি সরবরাহের জন্যই প্রকল্পটি হাতে নিয়েছে দুই বন্ধুপ্রতিম দেশ।
×