ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালিদের গানে বিশ্ব মানবিকতার আহ্বান

প্রকাশিত: ০৯:০১, ৩০ নভেম্বর ২০১৯

 খালিদের গানে বিশ্ব মানবিকতার আহ্বান

সংস্কৃতি ডেস্ক ॥ ফিলিস্তিন জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের রক্ষার আহ্বান জানিয়েছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। মানবতাবাদী এ গীতিকবি নির্যাতিত ফিলিস্তিনীদের প্রতি নির্মমতার প্রতিবাদ জানিয়ে ‘সেভ দ্য প্যালেস্টাইন’ শিরোনামে একটি গান লিখেছেন। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রয়াত খ্যাতিমান সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটি গেয়েছেন এ প্রজন্মের দুই প্রতিভাবান শিল্পী কিশোর দাস এবং কোনাল। ফিলিস্তিনী জনগোষ্ঠীর ওপর হামলা এবং তাদের দুর্দশা ও প্রতিবাদের নানা স্থিরচিত্র ও ভিডিও দিয়ে গানের ভিডিও তৈরি করা হয়েছে, যা মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেল ‘খালিদ সঙ্গীত’-এ প্রকাশ করা হয়েছে।
×