ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘ছায়া’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৯:০০, ৩০ নভেম্বর ২০১৯

 নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘ছায়া’ মঞ্চস্থ

সংস্কৃতি ডেস্ক ॥ রাজধানীর আগাগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে নাট্য সংগঠন বটতলার আন্তর্জাতিক নাট্য উৎসবের সমাপনী দিন ছিল গত ২৬ নবেম্বর মঙ্গলবার। এ দিন সন্ধ্যা ৬-৩০ মিনিটে উৎসবের বহিরাঙ্গনের নাদিম মঞ্চে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ পরিবেশন করে পারফরমেন্স আর্ট ‘ছায়া’। মূল ভাবনা ও নির্দেশনায় ছিলেন মেহেদী তানজির। মঞ্চে পারফর্ম করে এমি প্রু মারমা, আব্দুল্লাহ বিন আজাদ, মঈন খান বিল্লাহ, শুভ্রদেব চক্রবর্তী, কানিজ ফাতেমা, এ্যানি, পার্থ, সুপ্তক ও আরাফাত। ‘ছায়া’ পারফর্মেন্সে তুলে ধরা হয়েছে সত্য-মিথ্যার ছায়ায় আচ্ছন্ন জীবন। সময়ের পরিভ্রমণও ছায়া ফেলে জীবনে। অতীতে হারায়, তবে নতুন নতুন উপলক্ষ হয় বারবার। অতীত হতে শিখি না, তাই অতীতের ভুল শিকল হয়ে যায়। আমরা সাহস হারাই ন্যায্য বলার। মুখ্য হয়ে উঠে নীরবতার সংস্কৃতি। চিৎকার গুমরে মরে হৃদয়ে। তবে জানি! বিশ্বাস রাখি! নতুন আসবেই সুনন্দ সাহস নিয়ে। সকল কাঁটাতার ভেদ করে মানুষ দাঁড়াবেই মানুষের পাশে। ছায়া পারফরম্যান্স আর্ট আমাদের শৈল্পিক চিৎকার। কারণ, আমাদের হাতিয়ার শিল্প, ভাষাও শিল্প। তাই এ ভাষাতেই বুঝে নেই বিশ্ব।
×