ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বেজিং

প্রকাশিত: ০৮:৫৬, ৩০ নভেম্বর ২০১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বেজিং

হংকং বিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ে ক্ষুব্ধ চীন পাল্টা জবাবে বেশ কিছু মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে। শহরটিতে বিক্ষোভের সমর্থনে যুক্তরাষ্ট্রের করা আইনের খসড়া প্রণয়নকারীদেরকে চীনা মূল ভূখন্ডসহ হংকং এবং ম্যাকাউয়ে প্রবেশ নিষিদ্ধের তালিকায় রাখার কথা ভাবছে বেজিং। খবর ওয়েবসাইটের। চীনের গ্লোবাল টাইমস পত্রিকার প্রধান সম্পাদক হু সিঝিন বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তবে হু তার করা টুইটে এ পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি এবং কিভাবে এ তথ্য জানলেন সে সম্পর্কেও কিছু বলেননি। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকারী পত্রিকা দ্য পিপলস ডেইলি ‘গ্লোবাল টাইমস’ ট্যাবলয়েড প্রকাশ করে। পত্রিকাটির সম্পাদক হু তার টুইটে লিখেছেন, ‘হংকং নিয়ে যুক্তরাষ্ট্র কোন আইনগত অধিকার খাটাতে পারে না। ‘হংকং হিউম্যান রাইটস এ্যান্ড ডেমোক্রেসি এ্যাক্ট’ -এর বদৌলতে যুক্তরাষ্ট্র এ অধিকার পেয়ে যাবে না। ওয়াশিংটন হংকংকে চীন-যুক্তরাষ্ট্র খেলায় টেনে আনার আশা করে থাকলে তাদের হংকংয়ের জনগণের সম্ভাব্য ক্ষতির জন্য নৈতিক দায়িত্ব নিতে হবে।’ বুধবার হংকংয়ে বিক্ষোভের সমর্থনে করা বিলটিতে সই করেন ট্রাম্প। এরপরই এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন এই আইনের জবাবে কঠোর পাল্টা ব্যবস্থা নেবে তারা।
×