ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের আরো ৪৩ শিশু মুক্ত

প্রকাশিত: ০৬:১৪, ২৯ নভেম্বর ২০১৯

 টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের আরো ৪৩ শিশু মুক্ত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ।। দেশের বিভিন্ন স্থানে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে দন্ডিত হয়ে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে সাজা খাটা আরো ৪৩ শিশুকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৫৯ শিশুকে হাইকোর্টের নির্দেশে মুক্তি দেয়া হলো। টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান জনকণ্ঠকে জানান, হাইকোর্টের আদেশ নামা তার কাছে পৌঁছালে তিনি শিশুদের তার নিবাস থেকে স্ব স্ব অভিভাবকদের কাছে মুক্তির ব্যবস্থা করেন। তিনি আরো জানান, জামিনাদেশ পাওয়া যেসব শিশুদের অভিভাবকেরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কেবল তাদেরই মুক্তি দেয়া হয়েছে। অভিভাবকদের যোগাযোগ সাপেক্ষে অন্য শিশুদেরও মুক্তি দেয়া হবে। উল্লেখ করা যেতে পারে, র্যাবের ভ্রাম্যমাণ আদালতে দন্ডিত হয়ে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে মোট ১২১ শিশু নিবাসে সাজা খাটছিল। হাইকোর্ট স্বপ্রোনোদিত হয়ে এসব শিশুদের দন্ড ও সাজা খাটা অবৈধ ঘোষণা করে মুক্তির আদেশ দেন।
×