ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনজীবী ফারহানা রেজার ‘ইয়্যুথ আইকন এ্যাওয়ার্ড’ লাভ

প্রকাশিত: ১২:০০, ২৯ নভেম্বর ২০১৯

 আইনজীবী ফারহানা রেজার ‘ইয়্যুথ আইকন এ্যাওয়ার্ড’ লাভ

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সামাজিক কল্যাণমূলক কাজে বিশেষ ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধা দম্পত্তির সন্তান তরুণ আইনজীবী ফারহানা রেজা এ বছর ‘ইয়্যুথ আইকন এ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছেন। পুরস্কার গ্রহণ করতে তিনি বর্তমানে ফিলিপিন্সে অবস্থান করছেন। ২৭ নবেম্বর থেকে ফিলিপিন্সের রাজধানী মানিলায় শুরু হয়েছে গ্লোবাল ইয়্যুথ পার্লামেন্টের আয়োজনে আসিয়ান ইয়্যুথ লিডারশিপ সামিট। আয়োজকদের কাছ থেকে সম্প্রতি তিনি একটি আমন্ত্রণপত্র পান। আসিয়ান ইয়্যুথ লিডারশিপ সামিটের চেয়ারম্যান রবিনকার্লো এইচ. রাইস এবং গ্লোবাল প্রেসিডেন্ট দিয়াকর আরিয়াল স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে যুবশক্তি, সামাজিক কল্যাণমূলক কাজে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেয়া হয় বলে জানানো হয়। ফারহানা রেজা বলেন ‘শুধু পুরস্কার পাবার জন্য নয় দেশের হয়ে কাজ করার জন্য, দেশকে নিয়ে বিশ্বে প্রতিনিধিত্ব করার জন্য আমার মতো তৈরি হচ্ছে অনেকেই। সঠিক পৃষ্ঠপোষকতায় অবশ্যই তারা দেশের জন্য সম্মান বয়ে আনবেন বলে আমার বিশ্বাস’। উল্লেখ্য, সম্প্রতি তিনি ‘দক্ষিণ এশিয়া ইয়্যুথ লিডারশিপ এ্যাওয়ার্ড ২০১৯’ পদকে ভূষিত হয়েছেন। তিনি আইনজীবী হিসেবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের একজন কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। তার নেতৃত্বে এক ঝাঁক তরুণ আইনজীবী দেশের বিভিন্ন জেলায় জনসাধারণকে তাদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করতে, নারীর অধিকার রক্ষা ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সেমিনার করে থাকেন। এছাড়াও বহু মামলায় আইনজীবী হিসেবে বিচারপ্রার্থী মানুষের অধিকার রক্ষায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান ও অধ্যাপিকা মমতাজ বেগমের সুযোগ্যা কন্যা এ্যাডভোকেট ফারহানা রেজা। -বিজ্ঞপ্তি
×