ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে ৬ কেজি স্বর্ণালঙ্কারসহ যাত্রী আটক

প্রকাশিত: ১১:৫৯, ২৯ নভেম্বর ২০১৯

 শাহজালালে ৬ কেজি স্বর্ণালঙ্কারসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোঃ মুরশেদ হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম কর্তৃপক্ষ। সূত্র জানায়, আটক স্বর্ণের বারগুলোর অনুমানিক মূল্য ৩ কোটি ২১ লাখ টাকা। বৃহস্পতিবার ভোরে কাতার এয়ারওয়েজে আসা ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার মধ্যরাতে বিমানবন্দরের গ্রীন চ্যানেলে সতর্ক অবস্থা জারি করে কাস্টমস হাউস। কাস্টমসের সি শিফট ভোরে কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর কিউআর ৬৩৮-এর যাত্রী মুরশেদ গ্রীন চ্যানেল অতিক্রমকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে যাত্রীর হাতে বহনকৃত ক্রোকারিজ সম্বলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকায়িত স্বর্ণালঙ্কার শনাক্ত হয়। এ সময় এয়ারপোর্টের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। পরে মুরশেদকে আটক করা হয়। বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। চট্টগ্রামে স্বর্ণবারসহ ভারতীয় নাগরিক আটক ॥ চট্টগ্রাম মহানগরীর সিটিগেট এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণবারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। রনজিত আচার্য নামের এ ব্যক্তি স্বর্ণ চোরাচালানি চক্রের একজন সদস্য। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। সিএমপির আকবর শাহ থানা পুলিশ জানায়, সিটিগেট এলাকায় স্থাপিত চেকপোস্টে তল্লাশিতে ধরা পড়ে এই ভারতীয় নাগরিক। তিনি কলকাতার হাওড়া সুপারিপাড়া এলাকার বাসিন্দা। নিয়মিত বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান ব্যবসা চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মেলে। পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশি দেখে নিজেকে রক্ষার চেষ্টায় ইউনিক পরিবহনের বাস হতে নেমে যান রনজিত (৫২)। এরপর পায়ে হেঁটে সিটিগেট অতিক্রম করছিলেন।
×