ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর সঙ্গে চবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ১১:৫৮, ২৯ নভেম্বর ২০১৯

 প্রধানমন্ত্রীর সঙ্গে  চবি উপাচার্যের  সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপাচার্য তার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, আন্তরিকতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বৃহস্পতিবার চবি জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, উপাচার্য প্রধানমন্ত্রীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকেও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, ভৌত অবকাঠামো ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীও বিশ^বিদ্যালয় পরিচালনায় উপাচার্যকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
×