ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসিআইয়ের পিএসআই প্রকাশে অনিয়ম পায়নি ডিএসই

প্রকাশিত: ১১:৪৬, ২৯ নভেম্বর ২০১৯

  এসিআইয়ের পিএসআই প্রকাশে অনিয়ম  পায়নি ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ এ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ১৯) ভুল আর্থিক হিসাব প্রকাশে কোন অনিয়ম বা দুর্নীতি খুঁজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। যা অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে ডিএসইর তদন্তে উঠে এসেছে। গত ১২ নবেম্বর ডিএসই কর্তৃপক্ষ লেনদেন শুরু হওয়ার আগে (সকাল সাড়ে ১০টার আগে) এসিআইয়ের প্রথম প্রান্তিকে সাবসিডিয়ারি কোম্পানিসহ শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হিসাবে ৫.১৯ টাকার তথ্য প্রকাশ করে। যা মূলত এসিআইয়ের একক হিসাব। এই তথ্য প্রকাশের পরে কোম্পানিটির শেয়ার দর বাড়তে থাকে। কারন কোম্পানিটি গত অর্থবছরে সমন্বিতভাবে বড় লোকসান করেছে। এছাড়া গত অর্থবছরের শেষ প্রান্তিকে শেয়ার প্রতি ৯.০৬ টাকা লোকসান করেছে। সেখান থেকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফার খবরে বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটির শেয়ারে আগ্রহ বাড়ে। যে কারণে আগের দিনের ২২৯ টাকার শেয়ারটি দ্রুততম সময়ের মধ্যে ২৭০ টাকায় উঠে যায়। লেনদেন শুরু হওয়ার ২২ মিনিট পরে অর্থাৎ ১০টা ৫২ মিনিটে ভুল তথ্য প্রকাশের বিষয়টি ডিএসইর নজরে আসে। তারপরে তারা বিষয়টি সমাধান করে সঠিক তথ্য প্রকাশ করে। এক্ষেত্রে সমন্বিত হিসাবে শেয়ার প্রতি ৫.৯৯ টাকা লোকসানের তথ্য প্রকাশ করা হয়। এরপরে শেয়ারটির দর ২৪০ টাকার কাছে চলে আসে। এবং শেয়ারটি দিন শেষে ২৪২.৫০ টাকায় দাঁড়ায়। ওই ভুল তথ্য প্রকাশের দায়ে ডিএসইর ম্যানেজম্যান্ট দ্রুততম সময়ে সংশ্লিষ্ট মার্কেট অপারেশন্স ডিপার্টমেন্টের প্রধান সায়িদ মাহমুদ জুবায়েরকে সাময়িক বরখাস্ত করে। তবে তিনি ওইদিন তথ্য প্রকাশের সময় ডিএসইতে ছিলেন না। ব্যক্তিগত কারণে ২ ঘণ্টা পরে অফিসে আসেন। যাতে ভুল তথ্য প্রকাশের সঙ্গে তার সংশ্লিষ্টতা পায়নি ডিএসই। এছাড়া ওইদিন ভুল খবর প্রকাশের সর্বোচ্চ সুযোগ নেয়া বিনিয়োগকারীর সঙ্গেও তার কোন যোগসূত্র খুঁজে পায়নি। যে কারনে তাকে মার্কেট অপারেশন্স ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্বে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×