ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্রেফতারের পর হাফিজ খোকনের জামিন

প্রকাশিত: ১০:৩৬, ২৯ নভেম্বর ২০১৯

 গ্রেফতারের পর  হাফিজ  খোকনের জামিন

কোর্ট রিপোর্টার ॥ বিএনপির সহ-সভাপতি মেজর (অব) মোঃ হাফিজ উদ্দিন আহম্মেদসহ তিন জনকে হাইকোর্টের সামনে গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার মামলায় জামিন দিয়েছে আদালত। দশ দিনের রিমান্ড আবেদন নাকচ করে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ জামিনের আদেশ দেন। জামিন পাওয়া অপর দুই জন হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, রমনা ও মৌচাক শাখা জাতীয়তাবাদী হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন। বৃহস্পতিবারই গ্রেফতার হওয়া এই ৩ জনকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান, নজরুল ইসলামসহ প্রমুখ রিমান্ড বাতিল করে জামিন দেয়ার আর্জি জানান। অপরদিকে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নাকচ করে দশ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। ওই ঘটনায় শাহবাগ থানার এসআই মতিউর রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে মামলাটি করেছিলেন।
×