ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএফআইসি ব্যাংক গবেষণা অনুদান ও বৃত্তি পেলেন ৪০ ঢাবি শিক্ষার্থী

প্রকাশিত: ১০:২৪, ২৯ নভেম্বর ২০১৯

 আইএফআইসি ব্যাংক  গবেষণা অনুদান ও  বৃত্তি পেলেন  ৪০ ঢাবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দুর্যোগ ব্যবস্থাপনা, সমুদ্র বিজ্ঞান, আবহওয়া বিজ্ঞান, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ও রোবটিক্স বিষয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীকে অনুদান দিয়েছে আইএফআইসি ব্যাংক। এ ছাড়া ১৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তাদের হাতে গবেষণা অনুদান ও বৃত্তির চেক তুলে দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ব্যাংকিং এ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মাঈন উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য রামেন্দু মজুমদার বক্তব্য রাখেন। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।
×