ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারের কারণেই খালেদা মুক্তি পাচ্ছেন না ॥ রিজভী

প্রকাশিত: ০৯:৫৮, ২৯ নভেম্বর ২০১৯

 সরকারের কারণেই  খালেদা মুক্তি  পাচ্ছেন না ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকারের কারণেই কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি রাজপথে কর্মসূচী পালনের কারণে মামলা দিয়ে গ্রেফতার করা বিএনপি নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন। রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে উপেক্ষা করে বন্ধ চোরাগলিতে হাঁটছে। তারা বারবার খালেদা জিয়ার মুক্তিতে বাধা প্রদান করছে। অথচ যে মামলায় তিনি কারাবন্দী সে মামলায় জামিন পাওয়ার যোগ্য। তার জামিন বিষয়ে আদেশ না হওয়া সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। দেশের জনগোষ্ঠীর আস্থার প্রতীক খালেদা জিয়ার জামিনে বারবার বাধা দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি গুরুতর অসুস্থ হলেও সুচিকিৎসা দেয়া হচ্ছে না। রিজভী বলেন, খালেদা জিয়াকে নিয়ে সরকারের চক্রান্ত প্রতিহত করতে জনগণ ঐক্যবদ্ধ। খালেদা জিয়ার জীবন নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সচেতন। তাই সরকারকে বলব অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তা না হলে রাজপথের আন্দোলন করেই তাকে মুক্ত করা হবে। রিজভী বলেন, আইন, আদালত, পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশনসহ সকল প্রতিষ্ঠানকে হুকুমের দাস বানিয়ে মানুষকে বোবা করার চেষ্টা চলছে। এ অবস্থার অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। আর তাহলেই খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রকে মুক্ত করাসহ সব দাবি আদায় করা যাবে। রিজভী বলেন, রাজপথে কর্মসূচী পালন করায় যে ৫০১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে তারমধ্যে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, দলের কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শফিউল বারী বাবু, সাইফুল আলম নীরব, সরাফত আলী সপু, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।
×