ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধূমপানমুক্ত নগর গড়ার প্রত্যয়

প্রকাশিত: ০৮:৩৬, ২৯ নভেম্বর ২০১৯

ধূমপানমুক্ত নগর গড়ার প্রত্যয়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এবার রাজশাহীকে ধূমপানমুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে ‘তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার, প্রণোদনা ও পৃষ্ঠপোষকতা’ শীর্ষক জরিপের প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এমন প্রত্যয় ব্যক্ত করেন। নগরীর ৩০টি ওয়ার্ডে ২৭৩৬টি তামাকপণ্যের ৯০ ভাগ দোকানে তামাকের বহুজাতিক কোম্পানিগুলোর আইন বহির্ভূত বিজ্ঞাপন, প্রণোদনা ও পণ্য প্রদর্শিত হওয়ার বিষয়টি জরিপ প্রতিবেদনে উঠে আসে। সিটি কর্পোরেশন সচিব আবু হায়াত রহমতুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র-২ রজব আলী। ‘এসিডি’র মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুলের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন- ডাঃ কাজী মিজানুর রহমান ও ‘সিটিএফকে’র গ্র্যান্ট্স ম্যানেজার আব্দুস সালাম মিয়া।
×