ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আনসারকে আবারও হকিতে ফেরাতে বাহফের উদ্যোগ

প্রকাশিত: ০৮:০৯, ২৮ নভেম্বর ২০১৯

আনসারকে আবারও হকিতে ফেরাতে বাহফের উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি-এর নির্দেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আবারও হকিতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বাহফে। সে লক্ষ্যে বৃহস্পতিবার আনসার সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি, পিএসসি, জি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে বাহফের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। যেখানে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলকে হকিতে ফেরানোর ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যায়। এই বৈঠকে অংশ নেন বাহফের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশীদ শিকদার, সহ-সভাপতি ড. মাহফুজুর রহমান, সাজেদ এ. এ. আদেল, জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত ও কোষাধ্যক্ষ হাজী মোঃ হুমায়ুন এবং বাহফের সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার নুর-ই-আলম। উল্লেখ্য, আনসার ও ভিডিপি হকি ফেডারেশনের তালিকাভুক্ত সংস্থা। যদিও নব্বই দশকের পর থেকে হকির কোন আসরে অংশ নেয়নি দলটি। স্বাধীনতা পরবর্তী সময়ে শুধু ক্রীড়া উন্নয়ন নয়, ক্রীড়াবিদদের কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংস্থাটি। আর তাই আবারও আনসারকে ও ভিডিপিকে হকিতে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে বাহফে।
×