ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়ান আরচারিতে মহিলা রিকার্ভে প্রি-কোয়ার্টারে ইতির বিদায়

প্রকাশিত: ০৮:০৭, ২৮ নভেম্বর ২০১৯

এশিয়ান আরচারিতে মহিলা রিকার্ভে প্রি-কোয়ার্টারে ইতির বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার আসরের ষষ্ঠ দিনে বাংলাদেশ মহিলা রিকার্ভ আরচ্যারি দল কন্টিনেন্টাল কোয়ালিফিকেশন টুর্নামেন্ট ফর টোকিও ২০২০ অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জনের লক্ষ্যে ইলিমিনেশন রাউন্ডে (নক-আউট) ১/২৪ খেলায় (১ম রাউন্ডে) বাংলাদেশের মেহনাজ আক্তার মনিরা বাই পান। ইতি খাতুন ৬-০ সেট পয়েন্টে কিরগিজস্তানের মামাতকুলোভা আইতুরগানকে হারান এবং বিউটি রায় ৬-০ সেট পয়েন্টে উজবেকিস্তানের সোলদাতেনকো আনাস্তাশিয়াকে হারান। ১/১৬ খেলায় (২য় রাউন্ডে) ইতি খাতুন ৬-২ সেট পয়েন্টে নিজ দেশের মেহনাজ আক্তার মনিরাকে হারান। বিউটি রায় প্রথমে ৫-৫ সেট পয়েন্টে কাজাখস্তানের তুকে বায়েভা ফরিদার সঙ্গে ড্র করেন। পরবর্তীতে ১টি তীর ছুঁড়ে তুকে বায়েভা ফরিদা স্কোর করেন ৯ এবং বিউটি স্কোর করেন ৭। ফলে বিউটি ৬-৫ সেট পয়েন্টে তুকের কাছে হেরে যান। প্রি-কোয়ার্টার ফাইনালে ইতি প্রথমে ৫-৫ সেট পয়েন্টে ভিয়েতনামের লোক থাই দাওর সঙ্গে ড্র করেন। পরবর্তীতে ১টি তীর ছুঁড়ে দাও স্কোর করেন ১০ এবং ইতি স্কোর করেন ৮। ইতি ৬-৫ সেট পয়েন্টে দাওর কাছে হেরে যান। জাতীয় আরচ্যারি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকায় ফেরে। এরপরই তারা যাবে নেপালে এসএ গেমসে অংশ নিতে।
×