ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ধামইরহাট সীমান্তে ৪৭০ বোতল ফেনসিডিল আটক

প্রকাশিত: ০৬:২২, ২৮ নভেম্বর ২০১৯

ধামইরহাট সীমান্তে ৪৭০ বোতল ফেনসিডিল আটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বুধবার দিনগতরাত দেড় টার দিকে নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবি ৪৭০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে। বিজিবি পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান পিবিজিএম,জি-প্লাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো.আবুল কালামের নেতৃত্বে বিজিবি সদস্যরা চকরহমত গ্রামে অভিযান চালায়। অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিল আটক করা হয়। অপরদিকে বুধবার রাত ২টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো.আলিয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কল্যাণপুর নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ২৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। তবে চোরাকারবারীরা বিজিবির অভিযান টের পেয়ে ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। আটককৃত ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
×