ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষি বিশ্ববিদ্যালগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার

প্রকাশিত: ০২:৪৩, ২৮ নভেম্বর ২০১৯

কৃষি বিশ্ববিদ্যালগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার

বাকৃবি সংবাদদাতা ॥ দেশে এই প্রথম পাঁচটি কৃষি বিশ্ববিদ্যালয় ও দুই কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরিক্ষা আগামী শনিবার (৩০ নবেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই বছর পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাকৃবি উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। । এসময় তিনি বলেন, বাংলাদশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত এই ভর্তি পরীক্ষার দায়িত্ব নিয়েছে। ভর্তি পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষায় যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভর্তি ইচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের খরচ ও কষ্ট কমিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন পরবর্তী বছরগুলোতে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিত ভর্তি পরীক্ষার আয়োজন করে শিক্ষার্থীদের হয়রানি কমিয়ে আনবে। এ বছর কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৭৫,৯৩৯ জন। প্রাথমিক বাছাই শেষে ফলাফলের ভিত্তিতে মোট আসন সংখ্যার দশগুণ ৩৫,৯৮২ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্ববধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও ৫ টি কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ভারপ্রাপ্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন, রেজিস্টার মো. ছাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক, বিভিন্ন অনুষদের ডীন ও বাকৃবির ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ।
×