ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক নির্যাতন বন্ধে দুই মন্ত্রণালয়কে যৌথ পদক্ষেপ নিতে হবে

প্রকাশিত: ১৩:০১, ২৮ নভেম্বর ২০১৯

 মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক নির্যাতন বন্ধে দুই মন্ত্রণালয়কে যৌথ পদক্ষেপ নিতে হবে

সংসদ রিপোর্টার ॥ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশী নারী শ্রমিকদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধে যৌথভাবে পদক্ষেপ নিতে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে নারী শ্রমিকদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে অনিয়মের সঙ্গে জড়িত সংস্থাগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এ ব্যাপারে কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিদেশে কর্মরত বাংলাদেশী নারী কর্মীদের মধ্যে নির্যাতনের শিকার এক শতাংশেরও কম। প্রবাসে কর্মরত নারীদের মধ্যে গৃহকর্মীরাই বেশি নির্যাতনের শিকার হন। বুধবার সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে এসব সুপারিশ করা হয়। সংসদীয় কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন। বৈঠকের পরে কমিটির সভাপতি ফারুক খান সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের নির্যাতনের বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ছয় লাখের বেশি নারী কর্মী বিদেশে আছেন। এরমধ্যে নির্যাতনের হার এক শতাংশেরও কম। তবে আমরা বলেছি, সংখ্যায় যেটাই হোক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কোন নারী নির্যাতনের শিকার হলে পররাষ্ট্র বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বাদী হয়ে মামলা করতে হবে। বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তুলনামূলকভাবে পুরুষ কর্মীদের থেকে নারীকর্মীরা বেশি রেমিটেন্স পাঠায়। পুরুষরা তাদের আয়ের ৬০ শতাংশ রেমিটেন্স পাঠায়, সেখানে নারীরা পাঠান ৯০ শতাংশ। এছাড়া, রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সম্প্রতি আশিয়ান দেশ সফরের বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে।
×