ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাতেহা-ই-ইয়াজদাহম ৯ ডিসেম্বর

প্রকাশিত: ১২:৫৪, ২৮ নভেম্বর ২০১৯

 ফাতেহা-ই-ইয়াজদাহম ৯ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ দেশে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে আগামী ৯ ডিসেম্বর। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ। সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে বুধবার কোথাও ১৪৪১ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল ২৯ নবেম্বর শুক্রবার থেকে রবিউস সনি মাস গণনা করা হবে। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোঃ মুশফিকুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জহির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
×