ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৩ দিনব্যাপী পিএইচপি মোটর ফেস্টিভ্যাল শুরু আজ

প্রকাশিত: ১২:১৪, ২৮ নভেম্বর ২০১৯

 চট্টগ্রামে ৩ দিনব্যাপী পিএইচপি মোটর  ফেস্টিভ্যাল শুরু আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী তৃতীয় পিএইচপি মোটর ফেস্টিভ্যাল-২০১৯। দুপুর ১২টায় নগরীর জিইসি কনভেনশন হলে এ মেলার উদ্বোধন করবেন প্এিইচপি ফ্যামিলির চেয়ারম্যান শিল্পপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত আমির ফরিদ আবু হাসান। মেলা শুরুর প্রাক্কালে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন জানান, টানা দুই বছর সফলভাবে মালয়েশিয়ার প্রোটন সাগা ব্র্যান্ডের সিডান কার সংযোজন প্রক্রিয়ার পর বর্তমানে সফলভাবে উৎপাদন করে যাচ্ছে। গেল দুই বছর এ ধরনের দুটি ফেস্টিভ্যাল হয়েছে। এটি তৃতীয় ফেস্টিভ্যাল। এবার বড় পরিসরে এ অনুষ্ঠান হচ্ছে। ৩ দিনের এ ফেস্টিভ্যালে দেশী বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নামীদামী গাড়ি ও মোটর বাইক। প্রতিদিন বিকেলে ঢাকা এবং চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ডের লাইফ কনসার্ট। সংবাদ সম্মেনে পিএইচপি অটোমোবাইলের এমডি মোঃ আখতার পারভেজসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×