ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য কর্মসূচী বাস্তবায়ন হলেই শহীদ মিলনের আত্মা শান্তি পাবে ॥ ডাঃ কনক কান্তি

প্রকাশিত: ১২:১৪, ২৮ নভেম্বর ২০১৯

 প্রধানমন্ত্রীর স্বাস্থ্য কর্মসূচী বাস্তবায়ন হলেই শহীদ মিলনের আত্মা শান্তি পাবে ॥ ডাঃ কনক কান্তি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেছেন, শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। বাংলাদেশের গরিব, দুখীসহ আপামর জনসাধারণ তথা এ দেশের জনগণের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার গৃহীত উন্নয়ন ও স্বাস্থ্যসেবা কর্মসূচীসমূহ বাস্তবায়নের মাধ্যমে শহীদ ডাঃ মিলনের আত্মা শান্তি পেতে পারে। বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসূচীর বাস্তবায়ন ও নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককে সঠিকভাবে দায়িত্ব পালন ও কর্তব্য সম্পাদনই হবে শহীদ ডাঃ মিলনের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো। বুধবার সকালে শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের ২৯তম মৃত্যুবার্ষিকীতে টিএসসি সংলগ্ন শহীদ ডাঃ মিলন চত্বরে শহীদ ডাঃ মিলন সংসদ আয়োজিত এক স্মরণসভায় উপাচার্য এসব কথা বলেন। এদিকে বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে শহীদ ডাঃ মিলনের সমাধিতে ও টিএসসি সংলগ্ন শহীদ ডাঃ মিলন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় শহীদ ডাঃ মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। একই স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।-বিজ্ঞপ্তি
×