ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৭ দফা দাবিতে সিপিবির দেড় হাজার কি.মি পথ অতিক্রম

প্রকাশিত: ১২:১৩, ২৮ নভেম্বর ২০১৯

 ১৭ দফা দাবিতে  সিপিবির দেড় হাজার কি.মি  পথ অতিক্রম

স্টাফ রিপোর্টার ॥ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঘোষিত দেশব্যাপী পদযাত্রায় পুলিশী বাধা ও হামলা-নির্যাতন উপেক্ষা করে ইতোমধ্যে ৬০ জেলায় দেড় হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে। জান বাঁচাও-দেশ বাঁচাও স্লোগান তুলে ভোটাধিকার প্রতিষ্ঠা, নৈশকালীন ভোটের সংসদ বাতিল, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে পুনর্নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু, জাতীয় নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা, আমন ধানসহ কৃষিপণ্যের লাভজনক দাম নিশ্চিত করা, প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু করা-খাদ্যগুদাম স্থাপন করা, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ, বেকারদের কর্মসংস্থান, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, সারাদেশে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাটকারী, গডফাদার ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ১৭ দফা দাবি নিয়ে নবেম্বর মাসজুড়ে দেশব্যাপী এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
×