ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওজনদার কর্নওয়ালে পিষ্ট আফগানিস্তান

প্রকাশিত: ১২:০৪, ২৮ নভেম্বর ২০১৯

 ওজনদার কর্নওয়ালে পিষ্ট আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ রাহকিম কর্নওয়াল। বয়স ২৬। ওজন ১৪৬ কেজি। উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। বিশাল এই শরীর নিয়ে গত আগস্টে কিংস্টনে ভারতের বিপক্ষে যখন অভিষেক ম্যাচে মাঠে নামেন আন্তর্জাতিক ক্রিকেটে সেটি হয়ে ওঠে আলোচনার অন্যতম বিষয়। তাও আবার পাঁচদিনের টেস্টে। ৬৪ ওভার বল করে ৩ উইকেট নিয়ে শুরুতেই সমালোচনার জবাব দেয়া ওয়েস্ট ইন্ডিজ স্পিনিং অলরাউন্ডার এবার রীতিমতো ভড়কে দিলেন। লক্ষ্মৌয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ৭ উইকেট নিয়ে আফগানিস্তানকে পিষ্ট করলেন ‘মাউন্টেন ম্যান’ খ্যাত কর্নওয়াল। তার ডানহাতি অফস্পিনের জবাব খুঁজতে ব্যর্থ রশিদ খানের দল প্রথম ইনিংসে অলআউট ১৮৭ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজও অবশ্য স্বস্তিতে নেই। স্কোর বোর্ডে ৬৮ রান যোগ করতে প্রথমদিনেই ২ ব্যাটসম্যানকে হারিয়েছে ক্যারিবীয়রা। এখনও ১১৯ রানে পিছিয়ে তারা। জন ক্যাম্পবেল ৩০ ও শামারাহ ব্রুকস ১৯ রান নিয়ে ক্রিজে আছেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা কর্নওয়াল দুই স্পেলে ২৫.৩ ওভারে ৭৫ রানে নিয়েছেন ৭ উইকেট। মেডেন পাঁচটি। গত ৪৮ বছরে ওয়েস্ট ইন্ডিজের কোন স্পিনারের ইনিংস সেরা বোলিং এটিই। ওজনদার এ ঘূর্ণিবোলার এদিন প্রথম বল হাতে পান ইনিংসের নবম ওভারে। ইব্রাহিম জাদরানকে (১৭) ফিরিয়ে ২৮ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন তিনিই। দ্বিতীয় উইকেটে ভাল একটি জুটি গড়ে ফেলেছিলেন জাভেদ আহমাদি ও ইহসানউল্লাহ। ৩৯ রান করা জাভেদকে ফিরিয়ে ৫৬ রানের এ জুটি ভাঙ্গোঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। এরপর আফগানদের কাঁপয়ে দেন কর্নওয়াল। লাঞ্চের আগে তার শিকার ইহসানউল্লাহ (২৪)। বিরতির পর একে একে রহমত শাহ, নাসির জামাল ও আসগর আফগানকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। একটু পর জেসন হোল্ডারের শিকার হয়ে ফেরেন আফগান অধিনায়ক রশিদ খান। একটা সময় যেখানে আফগানিস্তনের ছিল ১ উইকেটে ৮৪। সেখান থেকে তাদের স্কোর তখন ৭ উইকেটে ১১১! ২৭ রানের মধ্যেই নেই ৬ উইকেট। অষ্টম উইকেটে অভিষিক্ত আমির হামজাকে নিয়ে প্রতিরোধ গড়েন আফসার জাজাই। চা বিরতির আগে দ্বিতীয় স্পেলে ফিরে আফসারকে (৩২) এলবিডব্লিউ করে ৫৪ রানের এ জুটিও ভাঙ্গেন কর্নওয়াল। চা বিরতির পর হামজাকে (৩৪) থামান অধিনায়ক হোল্ডার। আর ইয়ামিন আহমাদিকে ফিরিয়ে আফগানদের ইনিংস গুটিয়ে দেন কর্নওয়াল। ২৬ বছর বয়সী মাউন্টেম্যান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই তুলে নেন ৭ উইকেট। টেস্টের মতো দীর্ঘ ফরমেটে স্লিপে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে সময় পার করে দেয়ারও উপায় নেই। এমন শরীর নিয়েও কারও চেয়ে কম পরিশ্রম করার লোক নন কর্নওয়াল।
×