ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেজাউল করিম খোকন

আবারও কমান্ডো

প্রকাশিত: ১১:৫৬, ২৮ নভেম্বর ২০১৯

  আবারও কমান্ডো

১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডি এ্যাকশন সিনেমা ‘কমান্ডো’ বক্স অফিসে দুর্দান্ত ঝড় তুলেছিল ছবির নাম ভূমিকায় অভিনয় করেন আরনল্ড শোয়ার্জনিগার। আর দুর্দান্ত এ্যাকশন আর দুর্ধর্ষ রূপ দর্শকদের আলোড়িত করেছিল ভীষণভাবে। তখন কমান্ডো নামে ডাকতে শুরু করেছিলেন সবাই শোয়ার্জনিগারকে। পেশীবহুল শরীর আর ভারি অস্ত্র নিয়ে শত্রুপক্ষের মোকাবেলা কমান্ডো হিসেবে এই বিখ্যাত অভিনেতাকে অন্যরকম এক ইমেজে প্রতিষ্ঠিত করেছিল। একই আদলে বিশ্বব্যাপী নানা দেশে বহু এ্যাকশন সিনেমা নির্মিত হয়েছে এরপর। কিন্তু কমান্ডো নায়ক হিসেবে হলিউডের আরনল্ড শোয়ার্জনিগারকে অতিক্রম করতে পারেননি অন্য কেউ। তবে বলিউডে কমান্ডো হিরো হিসেবে ইতোমধ্যে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছেন সুঠামদেহ, সুদর্শন স্মার্ট বিদ্যুৎ জামওয়াল। পর্দায় তার যুদ্ধংদেহী দুর্ধর্ষ ইমেজ দর্শক খুবই সহজেই আকৃষ্ট করেছে। কমান্ডো ফ্রাঞ্চাইজির দুটি সিনেমায় তাকে দেখা গেছে। ২০১৩ সালে প্রথম তাকে দেখা যায় ‘কমান্ডো : এ ওয়ানম্যান আর্মি’ ছবিতে। ভারতীয় সেনাবাহিনীর চৌকস কমান্ডো করণভীর সিং দোগরা রুটিন হেলিকপ্টার ট্রেনিংকালে ভারত চীন সীমান্তে দুর্ঘটনার শিকার হয়। চীনা ভুখন্ডে ওখানকার সৈন্যরা তাকে ভারতীয় গুপ্তচর হিসেবে আটক করে। চীনা সৈন্যদের কবল থেকে মুক্ত হয়ে নিরাপদে নিজের দেশে ফিরে আসার শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে নির্মিত ছিবিটি দর্শক বিপুলভাবে গ্রহণ করে। ছবিটিতে নায়ক বিদ্যুৎ জামওয়ালের মার্শাল আর্ট পারফরমেন্স সবাইকে বিশেষভাবে চমকিত করেছিল। এরপর ২০১৭ সালে আবর কমান্ডো করণ হিসেবে দর্শকদের সামনে উপস্থিত হন এই অভিনেতা। কমান্ডো টু : দ্য ব্ল্যাক মানি ট্রেইন ছবিতে মানি লন্ডারিংয়ের মতো জঘন্য অপরাধে লিপ্ত একটি শক্তিশালী চক্রের বিরুদ্ধে কমান্ডো করণের দুর্ধর্ষ অভিযান নিয়ে আবর্তিত কাহিনী তুলে ধরা হয়। এ ছবিটিও বক্স অফিসে বিপুলভাবে সাড়া জাগায় কমান্ডো সিক্যুয়ালের দুটি সিনেমার ধারাবাহিক সাফল্যে অনুপ্রাণিত হয়ে এর প্রযোজক বিপুল অমৃতলাল শাহ আবার কমান্ডো ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘কমান্ডো থ্রি’ নিয়ে আসছেন। দর্শকদের সামনে আবারও ‘কমান্ডো থ্রি’ ছবিতে করণ ভির সিং দোগরা হিসেবে উপস্থিত হচ্ছেন বিদ্যুৎ জামওয়াল, ভারতীয় মার্শাল আর্ট কালারিপায়াত্তুতে পারদর্শী ৩৮ বছর বয়সী এই অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন। তাকে এখন বলিউডের তো বটেই বিশ্বের সেরা মার্শাল আর্ট হিরোদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়, জম্মু কাশ্মীরে জন্ম নেয়া বিদ্যুতের বাবা ছিলেন ভারতীয় সেনা বাহিনীর একজন অফিসার। বাবার বদলির চাকরির সূত্রে তিনি কেরালার পালাক্কাদ এর এক আশ্রমে ভারতীয় মার্শাল আর্ট কালারিপায়াত্তুর কলাকৌশল রপ্ত করেন। শিশু বয়স থেকেই মার্শাল আর্টের প্রতি ঝুঁকে পড়েছিলেন। দেশে-বিদেশে ভ্রমণের পাশাপাশি বিখ্যাত সব মার্শাল আর্ট বিশেষজ্ঞদের সঙ্গে দেখা সাক্ষাত করেন এবং এর নতুন কলাকৌশলগুলো রপ্ত করেন। মার্শাল আর্টের ওপর উচ্চতর ডিগ্রিধারী বিদ্যুৎ জামওয়াল বিশ্বের ২৫টি দেশে লাইভ এ্যাকশন শোতে অংশ নিয়েছেন। ২০০০ সালে বিখ্যাত ‘গ্ল্যাড র‌্যাগজ‘ মডেল হান্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার মনোযোগ আকর্ষণ করেছিলেন তিনি সেই সময় থেকেই মডেল হিসেবে কাজ করেছেন। তবে মডেল হিসেবে তেমন সুবিধা করতে পারেননি। একপর্যায়ে সিনেমায় অভিষেক ঘটে তার। তেলেগু সিনেমা ‘শক্তিতে প্রথম অভিনয় করেন বিদ্যুৎ। বলিউডে তার প্রথম সিনেমা ‘ফোর্স’। তামিল ছবি ‘কাকা কাকা’র রিমেক ছিল তা। ওই ছবিতে তার সঙ্গে জন আব্রাহামও ছিলেন। ফোর্স ছবিতে সবার নজর কাড়তে সক্ষম হন তিনি। সেরা সম্ভাবনামত নতুন মুখ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারসহ আরও বেশ কিছু পুরস্কার পেয়েছেন তিনি ‘ফোর্স’ ছবিতে অভিনয় করে। তেলেগু ও তামিল সিনেমায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে ‘কমান্ডো’ ছবিতে অভিনয় করেই বিদ্যুৎ জামওয়াল প্রতিষ্ঠিত হয়েছেন একজন এ্যাকশন হিরো হিসেবে। এ বছর তাকে দেখা গেছে এ্যাকশন এ্যাডভেঞ্চার সিনেমা ‘জাংলি’তে। আমেরিকান চিত্রনির্মাতা চাক রাসেল পরিচালিত ছবিটিতে একজন দুর্দান্ত এ্যাকশন হিরো হিসেবে পর্দায় উপস্থিত হয়েছেন বিদ্যুৎ। ‘কমান্ডো থ্রি’ ছবির অনেকটা অংশের শূটিং হয়েছে ইংল্যান্ডের ইয়র্কে। এ ছবিতে তার বিপরীতে আবারও দেখা যাবে সুন্দরী গ্ল্যামারাস অভিনেত্রী আদাহ শর্মাকে ইনসপেক্টর ভাবনা রেড্ডির চরিত্রে। কমান্ডো সিক্যুয়ালের আগের ছবিতেও আদাহ একটি ভূমিকায় রূপদান করেছিলেন। ‘কমান্ডো থ্রি’ ছবিতে আরেকটি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন আঙ্গিরা ধর। চোখ ধাঁধানো, শ্বাসরুদ্ধকর এ্যাকশন দৃশ্যে ভরপুর এ ছবিতেও দর্শকদের আবিষ্ট করবে আশা করা যায়। বিদ্যুৎ জামওয়াল তার অভিনীত সব ছবিতে এ্যাকশন দৃশ্যে নিজেই অংশগ্রহণ করেন। এ ক্ষেত্রে কোন ডামি কিংবা স্ট্যান্টম্যানের সহায়তা নেন না। বিদ্যুৎ বর্তমানে তিংমাংশু ধুলিয়ার নতুন সিনেমা ‘নয়ারা’তে কাজ করছেন। এ ছাড়াও তার অভিনীত আরও একটি সিনেমা ‘খুদা হাফিজ’-এর কাজ চলছে। ‘কমান্ডো’ হিরো হিসেবে স্বতন্ত্র একটি ইমেজে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বিদ্যুৎ জামওয়াল বলিউডের এ্যাকশন হিরোদের কাতারে শামিল হয়েছে বেশ ভালভাবেই।
×