ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জ্যোতির আলো

প্রকাশিত: ১১:৫৪, ২৮ নভেম্বর ২০১৯

 জ্যোতির আলো

জ্যোতিকা জ্যোতি। প্রায় পনেরো বছর ধরে অভিনয় শিল্পের সারথি। দর্শক দীর্ঘ সময় ধরে এই অভিনয় শিল্পীর বহুমাত্রিক চরিত্রের রূপায়ণ দেখে আসছে.. ‘আয়না’ ‘নন্দিত নরকে’ ‘জীবন ঢুলি’ ‘অনিল বাগচীর একদিন’র মতো আলোচিত সিনেমা তার নামকে উজ্জ্বল করেছে। সম্প্রতি জ্যোতির অভিনীত টালিগঞ্জের সিনেমা ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পেয়েছে। এই সিনেমায় জ্যোতির সহশিল্পী হালের আলোচিত অভিনেতা ঋত্বিক চট্টপাধ্যায়। জ্যোতি এখন দেশের বাইরে, ২০তম শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত সিনেমা ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ প্রদর্শিত হয়েছে। আসছে মাসে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে তার আলোচিত সিনেমা ‘মায়া দ্য লস্ট মাদার।’ দেশ-বিদেশে ব্যস্ত সময় পার করছেন জ্যোতিকা জ্যোতি। ঢাকা থেকে এই অভিনয় শিল্পীর সঙ্গে কথা হয় আনন্দকণ্ঠের। লিখেছেন -সব্যসাচী দাশ প্রথমে জানতে চাওয়া হয় চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র সঙ্গে যুক্ত হবার প্রসঙ্গে। এ বিষয়ে জ্যোতি বলেন, বছর চারেক আগে কলকাতায় গিয়েছিলাম একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজে। তখন স্বল্পদৈর্ঘ্যরে পাশাপাশি নিজের অন্য কাজ নিয়েও অনেকের সঙ্গে কথা হয়, ওই সময়ে ভারতে আমার অভিনীত চলচ্চিত্র ‘জীবন ঢুলি’ এবং ‘অনিল বাগচীর একদিন’ বিভিন্ন উৎসবে প্রদর্শিত হচ্ছিল, এসবের মধ্যে নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যের সঙ্গে আমার কথা হয়। তিনি তখন তার গল্পটা আমাকে শোনায় এবং জানতে চায় এই গল্পে আমি কাজ করব কিনা? আমি সম্মতি দেই, এভাবেই ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র সঙ্গে যুক্ত হয়ে যাই। মুক্তির পর সিনেমার রেস্পন্স বা সাড়া কেমন ছিল? জ্যোতি, এক কথায় দারুণ। শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কতগুলা সিনেমা প্রদর্শিত হচ্ছে? ভারতের দুটোসহ মোট ১৭টা সিনেমা প্রদর্শিত হয়, এর মধ্যে আমাদের সিনেমা দিয়ে উৎসবের অভিষেক হয়। বাংলাদেশে এই সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা? জ্যোতি, আমার পরিচালক তো ভীষণভাবে চায় ছবিটা বাংলাদেশে মুক্তি দিতে। তবে, এখনও ওভাবে এগোইনি, আশা করছি মুক্তি পাবে। ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলুন? জ্যোতি, অভিজ্ঞতা দারুণ! তার সঙ্গে আমার প্রতিটা মুহূর্তই ছিল অভিজ্ঞতার, মানুষ হিসেবে তিনি খুব সাধারণ বলতে পারেন একেবারে মাটির মানুষ তার এই ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। তার অভিনয় দক্ষতা? এটা বলার সাহস আমার নেই। তবে, এটা বলতে পারি এখনকার সব পরিচালকের খুব পছন্দের শিল্পী তিনি! দর্শক তাকে ভীষণ পছন্দ করে। ঋত্বিক চট্টপাধ্যায় আর পাঁচটা টিপিক্যাল নায়কের মতো নয়, যে কিনা ভাবে না তাকে দেখতে- শুনতে সুন্দর হতে হবে কিংবা নিয়মিত জিমে গিয়ে শরীরের মাংসপেশি ঠিক রাখতে হবে। এসব নিয়ে তার কোন মাথাব্যথা নেই। অভিনয়টাই তার কাছে আসল। অভিনয়শিল্পী জ্যোতি এবং মানুষ জ্যোতির মধ্যে কোন তফাৎ আছে? আসলে ওভাবে কখনও ভাবি না, আমি সব সময় সাধারণ। তবে, ভাল কাজের প্রশংসা পেলে তখন অন্যরকম লাগে। কলকাতায় নতুন কোন প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন? কথা চলছে, এখনও চূড়ান্ত হয়নি, খুব শীঘ্রই নতুন খবর জানাতে পারব। ওপার বাংলা এপার বাংলার মধ্যে পাথর্ক্য কি দেখছেন? পার্থক্য তেমন কিছু দেখলাম না। তবে যা দেখলাম- ওরা পেশাটাকে ভীষণ মর্যাদা দেয়, সবকিছুতেই একটা পেশাদারিত্বের ছাপ ওদের থাকে। সিনেমার ক্ষেত্রে তো ভীষণ! আমাদের এখানকার দর্শকদের থেকে কলকাতার দর্শকরা হলে গিয়ে বেশি সিনেমা দেখে। সিনেমার পরিচালক কি ভাবছে সেটা মাথায় রেখে দর্শক সিনেমাটা দেখে, আমার দৃষ্টিতে পার্থক্য বলতে এই। আর একটা বিষয় বলতে চাই, সবাই বলে কলকাতার সিনেমা অনেক এগিয়ে গেছে বা ওরা অনেক বেশি মেধাবী এক্ষেত্রে আমি বলব, কলকাতার সিনেমা এগিয়ে গেছে এটা ঠিক তবে, আমাদের থেকে যে ওরা অনেক বেশি মেধাবী তা বলব না, আমাদের এখানে অনেক মেধাবী আছে কেবল ওদের মতো সুযোগ পাচ্ছে না। আপনার আপকামিং প্রজেক্ট সম্পর্কে বলুন? জ্যোতি, আসছে মাসে মুক্তিযুদ্ধের দহনকালের চলচ্চিত্র ‘মায়া’ দ্য লস্ট মাদার মুক্তি পাবে। এছাড়া নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ মুক্তির অপেক্ষায়.. যদিও এই সিনেমা একাধিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে। পাশাপাশি একটা ছবির ব্যাপারে কথা চলছে আশা করছি মিলে যাবে।
×