ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ জগন্নাথদীঘি মুক্তাঞ্চল দিবস

প্রকাশিত: ১১:৪৬, ২৮ নভেম্বর ২০১৯

 আজ জগন্নাথদীঘি  মুক্তাঞ্চল দিবস

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ নবেম্বর ॥ কুমিল্লার ঐতিহ্যবাহী ‘জগন্নাথদীঘি মুক্তাঞ্চল’ দিবস আজ। মহান স্বাধীনতা যুদ্ধের এই দিনে চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এ ইউনিয়নসহ আশপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকা শত্রুমুক্ত হয়েছিল। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে স্থানীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জগন্নাথদীঘি মুক্তাঞ্চল স্মৃতি পরিষদের সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ১৯৭১ সালের ১১ নবেম্বর জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারায় মুক্তিবাহিনীর ৯ গেরিলাযোদ্ধা শহীদ হন। ফলে পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনীর আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। পরবর্তীতে ২৭ নবেম্বর গভীর রাতে জগন্নাথদীঘির পাড়ে অবস্থিত পাকবাহিনীর ক্যাপ্টেন জংয়ের ঘাঁটির পতন ঘটে। এর মধ্য দিয়ে বাংলাদেশে শত্রুমুক্ত হয় জগন্নাথদীঘি। সরাসরি যুদ্ধের মাধ্যমে এটিই বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল। পরদিন সকাল ১০টায় মুজিবনগর সরকার তিনি (জসিম উদ্দিন চৌধুরী) সঙ্গীয় ১৬ মুক্তিযোদ্ধাসহ তৎকালীন ৪ গণপরিষদ সদস্য মীর হোসেন চৌধুরী ক্যাম্পে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন।
×