ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বশেমুরকৃবির প্রতিষ্ঠা দিবস উদ্যাপন

প্রকাশিত: ১১:৪১, ২৮ নভেম্বর ২০১৯

 বশেমুরকৃবির  প্রতিষ্ঠা দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ২১তম প্রতিষ্ঠা দিবস বুধবার আনন্দ উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। এতে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আলহাজ এ্যাডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, সার্বিক উন্নয়ন, শিক্ষাকার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসি প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূঞা স্বাগত বক্তব্য প্রদান করেন।
×