ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব মিডিয়ায় প্রচার

এ রায়ে জাপান ও যুক্তরাষ্ট্র সন্তুষ্ট

প্রকাশিত: ১০:৫২, ২৮ নভেম্বর ২০১৯

এ রায়ে জাপান ও যুক্তরাষ্ট্র সন্তুষ্ট

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের আদালত দ্রুতগতিতে হলি আর্টিজান বেকারি হামলা মামলার রায় দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে জাপান। বুধবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বাংলানিউজকে দেয়া এক লিখিত প্রতিক্রিয়ায় এ সন্তুষ্টির কথা জানান। খবর বাংলা নিউজের। বুধবার দুপুরে হলি আর্টিজান হামলা মামলার রায়ে সাত আসামিকে মৃত্যুদন্ড দেয় আদালত। এছাড়া এক আসামিকে খালাস দেয়া হয়। রায়ের পর প্রতিক্রিয়া জানতে নাওকি ইতোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা আদালতের রায় নিয়ে কোন মন্তব্য করতে চাই না। বাংলাদেশের আদালত দ্রুত বিচারে পৌঁছেছে, আমরা এ বিষয়টির প্রশংসা করি। রাষ্ট্রদূত আরও বলেন, হলি আর্টিজান হামলার রায় উপলক্ষে আমি শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঢাকার জাপান দূতাবাস বাংলাদেশ সরকারের সহযোগিতায় জাপানী নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে কাজ করবে। আমরা জাইকা বাস্তবায়িত প্রকল্পসহ জাপানের বিভিন্ন কোম্পানিতে কর্মরত জাপানী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের সঙ্গে সর্বাত্মকভাবে কাজ করব। বাংলাদেশের জন্য মাইলফলক ॥ বাসসর জানায় যুক্তরাষ্ট্র মনে করে রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের জুলাই মাসের সন্ত্রাসী হামলার ঘটনার বিচার ‘বাংলাদেশের জন্য মাইলফলক’। বুধবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ‘২০১৬ সালের জুলাই মাসে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনার বিচার সমাপ্ত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে। বুধবার এই রায় প্রদানের ফলে সেদিনের নির্মম হত্যাকান্ডের শিকার হওয়া ব্যক্তিবর্গের পরিবারের সদস্যদের কিছুটা হলেও কষ্টের অবসান হবে। এই বিচার বাংলাদেশের জন্য মাইলফলক।’ যুক্তরাষ্ট্র এ হামলার পুরো তদন্ত কাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত এ কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। বিবৃতিতে জানানো হয়, রায় ঘোষণা-উত্তর ভাবগম্ভীর মুহূর্তে সেদিনের সন্ত্রাসী ঘটনায় হত্যাকান্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃণ্য ওই সন্ত্রাসী হামলার মোকাবেলায় হতাহত বাংলাদেশী আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র পুনরায় গভীর শোক প্রকাশ করছে। বিশ্ব মিডিয়ায় রায়ের খবর ॥ ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার মামলায় আট আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে খালাস পেয়েছেন একজন। এ রায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ফলাও করে প্রচার হচ্ছে। খবর ওয়েবসাইটের। বুধবার দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পরপরই সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, ‘হলি আর্টিজান ক্যাফেতে হামলা: ঢাকার আদালতে সাতজনের মৃত্যুদন্ড’। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ‘বাংলাদেশে ২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনের মৃত্যুদন্ড ঘোষণা’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাত ইসলামপন্থীর মৃত্যুদন্ড’। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া লিখেছে, ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাত জঙ্গীকে মৃত্যুদন্ড দিয়েছে বাংলাদেশ’। প্রতিবেশী দেশ ভারতের পত্রিকা আনন্দবাজার তাদের শিরোনাম করেছে ‘হোলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার ঘটনায় সাত জনের ফাঁসির আদেশ’।
×